ফেক নিউজ ও ডিপফেক গণতন্ত্রের জন্য বড় হুমকি, কঠোর আইন প্রণয়নের বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর

লোকসভায় ফেক নিউজ (Fake News) এবং সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি সতর্ক করে জানিয়েছেন, ভুয়ো খবর ও এআই-নির্ভর ডিপফেক ভিডিওর বিস্তার আজ দেশের গণতন্ত্রের জন্য এক বড় হুমকি হয়ে উঠেছে।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ইন্টারনেটের বিস্তার যেমন নাগরিকদের ক্ষমতায়ন করেছে, তেমনই অপপ্রচার, ভুল তথ্য এবং ডিপফেক ভিডিওর মাধ্যমে দেশের অভ্যন্তরীণ পরিবেশকে বিভ্রান্ত করা হচ্ছে। তাঁর দাবি, এই ধরনের কনটেন্ট সমাজে বিভাজন ও মেরুকরণের সৃষ্টি করছে এবং অনেক সময় সংবিধান ও আইন মানতে অনিচ্ছুক পরিবেশ তৈরি করে।

ডিপফেক রুখতে কঠোর পদক্ষেপ:

অশ্বিনী বৈষ্ণব জানান, সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজের দৌরাত্ম্য কমাতে কেন্দ্র ইতিমধ্যেই বেশ কিছু কড়া নিয়ম কার্যকর করেছে:

  • ৩৬ ঘণ্টার মধ্যে ডিলিট: সোশ্যাল মিডিয়ায় কোনও ভুয়ো বা বিতর্কিত পোস্ট শনাক্ত হলে ৩৬ ঘণ্টার মধ্যে তা বাধ্যতামূলকভাবে মুছে ফেলতে হবে।

  • নতুন খসড়া আইন: এআই-নির্ভর ডিপফেক ভিডিও শনাক্তকরণের জন্য একটি নতুন খসড়া আইনও তৈরি করা হয়েছে। এই আইনের অধীনে ডিপফেক কনটেন্ট সনাক্ত হলে তা দ্রুত সরিয়ে ফেলার পাশাপাশি জরিমানা ও অন্যান্য শাস্তির বিধান রাখা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী জোর দিয়ে বলেন, সরকার বাক স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার সঙ্গে ভারসাম্য বজায় রেখে বিষয়টি পরিচালনা করছে। তাঁর মতে, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা যেমন জরুরি, তেমনই তা যাতে দায়িত্বজ্ঞানহীন ব্যবহারের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সেদিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy