প্রেমাস্য স্বরূপম’-ফ্যানদের চমক! প্রথমবার সন্তানের নাম ও মুখ দেখালেন পরিণীতি চোপড়া, কী নাম রাখলেন?

হায়দরাবাদ। বিয়ের পর থেকেই চর্চায় থাকা অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাজনীতিবিদ রাঘব চাড্ডা একমাস পর অবশেষে তাঁদের সন্তানের প্রথম ঝলক সামনে আনলেন। মঙ্গলবার সকালে এই তারকা দম্পতি সোশাল মিডিয়ায় ছেলের সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করার পাশাপাশি সন্তানের নামও প্রকাশ করলেন।

এদিন পরিণীতি চোপড়া একটি পোস্টের মাধ্যমে সংস্কৃত শ্লোকের উল্লেখ করে ছেলের নামের সঙ্গে নেটিজেনদের পরিচয় করিয়ে দেন। অভিনেত্রী লেখেন: “জলস্য রূপম, প্রেমাস্য স্বরূপম — তত্র ইভ নীর।”

এই শ্লোকের মাধ্যমে পরিণীতি সন্তানের নাম প্রকাশ করেছেন, যা আসলে ‘জল’ এবং ‘প্রেম’-এর সঙ্গে সম্পর্কযুক্ত। ছবিতে সন্তানের মুখ কিছুটা আড়াল করে রাখা হলেও এই ঘোষণার পর থেকেই রাঘব ও পরিণীতির অনুরাগী মহলে উচ্ছ্বাস দেখা দিয়েছে এবং ছবিটি দ্রুত ভাইরাল হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy