প্রাথমিক শিক্ষক নিয়োগের মেগা আপডেট, ৩০ ডিসেম্বর থেকে শুরু ইন্টারভিউ, প্রথম ধাপে কারা ডাক পেলেন?

প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে দীর্ঘ টালবাহানার পর অবশেষে বড় পদক্ষেপ নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। দীর্ঘ প্রতীক্ষিত নিয়োগ প্রক্রিয়ার প্রথম পর্যায়ের ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। পর্ষদের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের শেষ লগ্নে অর্থাৎ আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে।

প্রথম পর্যায়ে কারা সুযোগ পাচ্ছেন? পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, বছর শেষের এই বিশেষ পর্যায়ে শুধুমাত্র ইংরেজি মাধ্যম প্রাথমিক স্কুলগুলির শিক্ষক নিয়োগের ইন্টারভিউ নেওয়া হবে। বাংলা ও অন্যান্য মাধ্যমের স্কুলগুলির জন্য ইন্টারভিউ প্রক্রিয়া নতুন বছরের শুরু থেকে ধাপে ধাপে সম্পন্ন করা হবে। বর্তমানে প্রাথমিক স্তরে মোট ১৩ হাজার ৪২১টি শূন্যপদ রয়েছে, যার বিপরীতে আবেদন জানিয়েছেন প্রায় ৬০ হাজার প্রার্থী।

ইন্টারভিউয়ের নিয়ম ও স্বচ্ছতা: এবারের ইন্টারভিউ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ জোর দিয়েছে পর্ষদ। গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো:

  • কেন্দ্রীয় ইন্টারভিউ: স্কুল সার্ভিস কমিশনের মতো আঞ্চলিক ভিত্তিতে নয়, বরং সল্টলেকের প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নেওয়া হবে।

  • অনলাইন নম্বর: পরীক্ষকরা প্রার্থীদের নম্বর কোনো কাগজে লিখবেন না, সরাসরি অনলাইনে পর্ষদের পোর্টালে নম্বর আপলোড করা হবে।

  • ভিডিও রেকর্ডিং: সম্পূর্ণ প্রক্রিয়া নজরদারি ক্যামেরার মাধ্যমে রেকর্ড করা হবে।

  • ডেমো ক্লাস: মৌখিক প্রশ্নের পাশাপাশি প্রার্থীদের শ্রেণিকক্ষে পড়ানোর দক্ষতা যাচাই করতে ‘ডেমো ক্লাস’ দিতে হবে।

চাকরিপ্রার্থীদের আশা ও উদ্বেগ: গত ১৯ নভেম্বর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর ৯ ডিসেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলেছিল। ২০২২ ও ২০২৩ সালের টেট উত্তীর্ণ এবং ডিএলএড প্রশিক্ষিত প্রার্থীরা এই প্রথম নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। দীর্ঘ সময় নিয়োগ বন্ধ থাকায় চাকরিপ্রার্থীদের মধ্যে যেমন আনন্দ রয়েছে, তেমনই দ্রুত ও স্বচ্ছ নিয়োগ নিয়ে উদ্বেগের সুরও শোনা গিয়েছে। ইন্টারভিউ পর্ব শেষ হলেই দ্রুত মেধা তালিকা প্রকাশ করা হবে বলে পর্ষদ সূত্রে জানানো হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy