‘পুষ্পা ২’ পদপিষ্ট কাণ্ডে চার্জশিট পেশ! আল্লু অর্জুন ১১ নম্বর আসামী, মূল অভিযুক্ত থিয়েটার কর্তৃপক্ষ

‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে ঘটে যাওয়া সেই মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় (Pushpa 2 stampede case) তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করল হায়দরাবাদ সিটি পুলিশ। চাঞ্চল্যকর এই চার্জশিটে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন-সহ মোট ২৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশি নথিতে আল্লু অর্জুনের নাম রয়েছে ১১ নম্বর অভিযুক্ত হিসেবে। তবে মূল অভিযুক্ত (এক নম্বর আসামী) করা হয়েছে সন্ধ্যা থিয়েটার ম্যানেজমেন্টকে।

২০২৪ সালের ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে আল্লু অর্জুনকে দেখতে হাজার হাজার ভক্তের ভিড় ভেঙে পড়েছিল। অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পদপিষ্ট হয়ে ৩৫ বছর বয়সি এক মহিলার মৃত্যু হয়। জখম হয় তাঁর ৮ বছরের সন্তান। এই ঘটনায় ১৩ ডিসেম্বর অভিনেতা গ্রেফতার হলেও পরে তেলেঙ্গানা হাইকোর্ট থেকে জামিন পান। চার্জশিটে পুলিশের দাবি, প্রিমিয়ারের আগে ভিড় সামলানো ও জরুরি ব্যবস্থাপনায় চরম গাফিলতি ছিল থিয়েটার কর্তৃপক্ষ ও অভিনেতার ব্যক্তিগত নিরাপত্তা দলের। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র একাধিক ধারায় এই মামলা রুজু হয়েছে। এখন দেখার, আদালতের পরবর্তী পদক্ষেপে ‘পুষ্পার’ ভবিষ্যৎ কোন দিকে ঘোরে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy