পুলিশ অফিসারের সঙ্গে পরকীয়া সম্পর্কের চরম পরিণতি? ক্যানিংয়ে গুলজান খুনের অভিযোগে রণক্ষেত্র থানা, ঘেরাও এসআই-এর বাড়ি!

থানার পাঁচিলের ভেতরেই এবার বড়সড় প্রশ্নের মুখে পুলিশের নিরাপত্তা। ক্যানিং থানার পুলিশ কোয়ার্টার থেকে উদ্ধার হল ২২ বছরের এক তরুণী হোমগার্ডের ঝুলন্ত দেহ। মৃতার নাম গুলজান পারভিন মোল্লা ওরফে রেশমি। এই ঘটনায় ক্যানিং থানারই এক সাব-ইন্সপেক্টরের (SI) বিরুদ্ধে খুনের লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার।

রহস্যের সূত্রপাত ও হাড়হিম করা দৃশ্য:
জীবনতলা থানার উত্তর মৌখালীর বাসিন্দা রেশমি শুক্রবার ডিউটি শেষে কোয়ার্টারে গিয়েছিলেন। এরপর থেকেই তাঁর ফোন বেজে গেলেও কেউ ধরছিল না। শনিবার উদ্বেগ নিয়ে তাঁর বোন রুকসানা খাতুন সরাসরি ক্যানিং থানার পেছনের কোয়ার্টারে পৌঁছান। দরজা খুলতেই দেখেন, সিলিং থেকে ওড়নার ফাঁসে ঝুলছে দিদির দেহ। রুকসানার চিৎকারে পুলিশ ও স্থানীয়রা ছুটে এসে দেহ উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

কাঠগড়ায় খোদ এসআই:
রেশমির মৃত্যুর জন্য সরাসরি ক্যানিং থানার সাব-ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্যকে অভিযুক্ত করেছে পরিবার। মৃতার কাকা ছয়েদ মোল্লার দাবি, এসআই সায়ন ভট্টাচার্যের সঙ্গে রেশমির বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। ইদানীং সেই সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছিল। তাঁদের অভিযোগ, সম্পর্ক থেকে নিষ্কৃতি পেতেই বা বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে রেশমিকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এসআই-এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে পরিবার।

শহিদ পরিবারে শোকের ছায়া:
প্রসঙ্গত, এই পরিবারের ইতিহাস বেশ করুণ। বছর দু’য়েক আগে পঞ্চায়েত ভোটের সময় ভাঙড়ে রাজনৈতিক হিংসায় প্রাণ হারিয়েছিলেন রেশমির বাবা রশিদ মোল্লা। বাবার মৃত্যুর পর বড় মেয়ে হিসেবে রেশমিকে সমব্যথী হয়েই হোমগার্ডের চাকরি দিয়েছিল রাজ্য সরকার। বাবার শোক কাটিয়ে উঠতে না উঠতেই বড় মেয়ের এমন মর্মান্তিক পরিণতিতে কান্নায় ভেঙে পড়েছে গোটা গ্রাম।

তদন্তে পুলিশ:
অভিযুক্ত সাব-ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্যের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে কি না, তা নিয়ে এখনও বারুইপুর পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা কোনও চূড়ান্ত বিবৃতি দেননি। তবে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি ঠান্ডা মাথায় খুন— তা খতিয়ে দেখতে ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নিতে পারে পুলিশ।

থানার ভেতরে একজন সহকর্মীর মৃত্যু এবং খোদ অফিসারের বিরুদ্ধে অভিযোগ ওঠায় ক্যানিং থানার ভাবমূর্তি এখন বড়সড় সংকটে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy