বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর এই উৎসব ঘিরে বছরের পর বছর ধরে থাকে আবেগ। শহর থেকে গ্রাম— সর্বত্রই দেবী দুর্গার আরাধনায় মেতে ওঠে আপামর জনতা। পুরুলিয়া শহরের একাধিক সার্বজনীন পুজোর মধ্যে স্টেশনপাড়া ডাকবাংলো সার্বজনীন দুর্গাপুজো তার বিশেষ ঐতিহ্যের কারণে জেলার মানুষের কাছে অন্যতম আকর্ষণ।
পুরুলিয়া স্টেশন সংলগ্ন এই পুজোয় জেলা ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে প্রতি বছর কাতারে কাতারে দর্শনার্থীর ঢল নামে। বিরাট বড় মাঠে এই পুজো হয় এবং বিশাল মেলা বসে, যেখানে আট থেকে আশি সকলের ভিড় চোখে পড়ার মতো।
সাবেকিয়ানাই এবারের প্রধান চমক
যদিও এই পুজো কমিটি প্রতি বছরই থিমে দুর্দান্ত কিছু চমক রাখে, তবে ৬২তম বর্ষে তাদের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে সাবেকিয়ানার ছাপ। থিমের হিড়িকের মধ্যেও তারা ঐতিহ্যকে গুরুত্ব দিয়েছে।
পুজো কমিটির সম্পাদক গোপাল দাস বলেন, “অন্যান্য বছরগুলির মতো এ বছরও মানুষের ঢল ও উচ্ছ্বাস চোখে পড়ার মতো। ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করেও মানুষের আগমন হচ্ছে। সার্বজনীন পুজো হলেও সবকিছুর মধ্যেই সাবেকিয়ানাকে তুলে ধরা হয়েছে। এবার আমাদের পুজো জমজমাট।”
দর্শনার্থীরাও জানিয়েছেন, এটি শহরের অন্যতম জনপ্রিয় পুজো এবং এখানকার পরিবেশ উৎসবের আমেজে ভরপুর। উৎসবের আনন্দে মেতে উঠেছেন সকলে।
পুজো ঘিরে সাংস্কৃতিক জমায়েত
স্টেশনপাড়া ডাকবাংলো দুর্গাপুজো প্রাঙ্গণ শুধু মণ্ডপ নয়, এটি পুরুলিয়া শহরের এক বড় সাংস্কৃতিক মিলনক্ষেত্র। এই পুজো উপলক্ষে প্রতি বছরই নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
জমজমাট মেলা, সাবেকিয়ানার সাজ আর মানুষের ঢল— সব মিলিয়ে স্টেশনপাড়া ডাকবাংলোর দুর্গাপুজো আজও পুরুলিয়া শহরের উৎসবের এক প্রাণকেন্দ্র।