ফের বড়সড় নাশকতার ছক ওড়িশার পবিত্র ধাম পুরীতে! এবার বোমা মেরে দ্বাদশ শতাব্দীর ঐতিহ্যবাহী শ্রীজগন্নাথ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল সোশাল মিডিয়ায়। এই চাঞ্চল্যকর পোস্ট সামনে আসতেই বুধবার সকাল থেকে মন্দির চত্বর এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থাকে দুর্ভেদ্য করে তোলা হয়েছে। পুলিশ ও গোয়েন্দা বিভাগ পরিস্থিতির গুরুত্ব বিচার করে হাই অ্যালার্ট জারি করেছে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ফেসবুকে একটি পোস্ট নজরে আসে যেখানে জগন্নাথ মন্দির ছাড়াও বিজেডি সাংসদ শুভাশিস খুন্তিয়া এবং পুরীর একটি শপিং মলে হামলার কথা বলা হয়েছিল। যে মহিলার অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে, তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, কেউ তাঁর নাম ব্যবহার করে ভুয়ো প্রোফাইল খুলে এই কাণ্ড ঘটিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে।
[পুরী জগন্নাথ মন্দিরের ফাইল ছবি]
এই প্রথম নয়, গত বছরের অগস্টেও মন্দিরের দেওয়ালে জঙ্গিদের পক্ষ থেকে হামলার হুমকি বার্তা লেখা হয়েছিল, যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামও ছিল। মাত্র পাঁচ মাসের ব্যবধানে ফের এই ধরনের হুমকিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে পুণ্যার্থীদের মধ্যে। সাংসদ শুভাশিস খুন্তিয়া জানিয়েছেন, তাঁকে অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করেও হুমকি দিচ্ছে। বর্তমানে পুরীর সাইবার থানা এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং ভক্তদের সুরক্ষায় মন্দিরের চারপাশে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে।