পুরনো ভুলে যাওয়া সঞ্চয় কি ফেরাতে পারে রিজার্ভ ব্যাঙ্ক? বছরশেষে পকেটে আসতে পারে মোটা টাকা!

বছর শেষের উৎসবের মেজাজে আপনার জন্য থাকতে পারে এক দারুণ সারপ্রাইজ! আপনার কি এমন কোনো পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যার কথা আপনি বহু বছর আগে ভুলেই গিয়েছেন? সেই সঞ্চিত টাকা হয়তো এখন আর আপনার ব্যাঙ্কেও নেই, চলে গিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) বিশেষ ভাণ্ডারে। কিন্তু খুশির খবর হলো, উৎসবের এই মরশুমে সেই দাবিহীন টাকা (Unclaimed Deposits) সুদে-আসলে ফেরত পাওয়ার সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

ব্যাঙ্কিং নিয়ম অনুযায়ী, কোনো সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট যদি ১০ বছর বা তার বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকে, তবে সেখানে জমা থাকা অর্থ আরবিআই-এর ‘ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস’ ফান্ডে চলে যায়। শীর্ষ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী, চলতি ডিসেম্বর মাস পর্যন্ত সমস্ত ব্যাঙ্ক এই টাকা ফেরানোর জন্য বিশেষ শিবির ও কর্মসূচি পালন করছে।

কীভাবে পাবেন এই টাকা? পদ্ধতিটি অত্যন্ত সহজ। আরবিআই জানিয়েছে, গ্রাহককে তাঁর ব্যাঙ্কের যেকোনো শাখায় যেতে হবে। সঙ্গে নিয়ে যেতে হবে কেওয়াইসি (KYC) নথি—যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান বা ড্রাইভিং লাইসেন্স। একটি নির্দিষ্ট আবেদনপত্র জমা দেওয়ার পর ব্যাঙ্ক কর্তৃপক্ষ নথিপত্র যাচাই করবে। সব ঠিক থাকলে গচ্ছিত টাকা সুদে-আসলে আপনার হাতে চলে আসবে। এমনকি গ্রাহক যদি প্রয়াত হন, তবে তাঁর আইনত উত্তরাধিকারীরাও প্রয়োজনীয় প্রমাণপত্র দাখিল করে এই টাকা দাবি করতে পারেন।

অনলাইনেও মিলবে তথ্য: নিজের কোনো দাবিহীন টাকা পড়ে আছে কি না, তা ঘরে বসেই জানতে পারবেন। এর জন্য আরবিআই-এর বিশেষ পোর্টাল https://udgam.rbi.org.in-এ গিয়ে লগ-ইন করতে হবে। সেখানে নিজের নাম ও প্রয়োজনীয় তথ্য দিয়ে সার্চ করলেই হদিস মিলবে পুরনো সঞ্চয়ের।

সতর্কবার্তা: টাকা ফেরানোর এই প্রক্রিয়ায় সাইবার অপরাধীদের থেকে সাবধান থাকা জরুরি। মনে রাখবেন, কোনো ব্যাঙ্ক বা আরবিআই কোনোদিন ফোন করে ওটিপি (OTP) চাইবে না বা ফোনে টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেবে না। কোনো অচেনা নম্বর থেকে ফোন এলে সরাসরি নিজের ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করুন। উৎসবের আনন্দ যেন প্রতারকদের পাল্লায় পড়ে মাটি না হয়, সেদিকে খেয়াল রাখুন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy