পুজো মানেই যেমন জনস্রোত, তেমনই বিসর্জন মানেই গঙ্গার ঘাটে ভিড়। আর সেই বিসর্জনই এবার বড়সড় ভোগান্তি ডেকে আনছে কলকাতার চক্ররেলের (Circular Rail) নিয়মিত যাত্রীদের জন্য। রেলের ঘোষণা অনুযায়ী, দুর্গাপ্রতিমা ও লক্ষ্মীপ্রতিমা নিরঞ্জনের দিনগুলিতে গঙ্গার ঘাট সংলগ্ন রুটে চক্ররেলের পরিষেবা আংশিক বন্ধ রাখা হবে।
টানা ছ’দিন— ২ থেকে ৫ অক্টোবর (দশমী থেকে ত্রয়োদশী) এবং ৭ ও ৮ অক্টোবর— চক্ররেলের (Chakrarail) স্বাভাবিক পরিষেবা বিঘ্নিত হবে।
কোন কোন ট্রেন বাতিল, কোথায় বদল?
রেল সূত্রে খবর, নিরাপত্তার স্বার্থে এবং ঘাটের ভিড় সামলাতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর ফলে:
সম্পূর্ণ বাতিল: এক জোড়া ট্রেন (৩০৪১৬, ৩০৪৫১) এই দিনগুলিতে পুরোপুরি বাতিল থাকবে।
স্টেশন পরিবর্তন: ছ’টি সার্কুলার ট্রেন— ৩০৩১২, ৩০৩১৪, ৩০১২২, ৩০৩৩১, ৩০৩১১, ৩০৩১৩— চলবে বটে, তবে সেগুলি কলকাতা স্টেশন থেকেই যাত্রা শুরু এবং শেষ করবে।
শিয়ালদহ থেকে যাত্রা: অন্য এক জোড়া চক্ররেল (৩০১৫৪, ৩০১২৩) শিয়ালদহ (নর্থ) স্টেশন থেকে চালানো হবে।
অন্যান্য বাতিল: এর পাশাপাশি, আরও সাতটি ট্রেন নির্দিষ্ট সময়সীমার মধ্যে পুরোপুরি বন্ধ থাকবে।
যাত্রীদের জন্য বড় চ্যালেঞ্জ
চক্ররেল মূলত অফিসগামী যাত্রীদের অন্যতম ভরসা। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই পথে চলাচল করেন। ট্রেন বাতিলের এই সিদ্ধান্তে নিয়মিত যাত্রীরা চরম উদ্বেগে। তাঁদের বক্তব্য, “পুজো শেষ হতেই অফিসে ফিরতে হবে। তখনই যদি ট্রেন কমে যায়, ভোগান্তি বাড়বে।”
যাত্রী সংগঠনগুলি দাবি করেছে, রেল যদি আগেভাগে বিকল্প পরিষেবার ঘোষণা করত, তবে অসুবিধা কিছুটা কমতে পারত। বিশেষ করে অফিস সময়ের ভিড় সামলানোই এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে।
সব মিলিয়ে, আগামী এক সপ্তাহ তাই অফিসযাত্রীদের ভরসা রাখতে হবে হয় বাসে, নয় মেট্রোয়। দুর্গাপূজা থেকে লক্ষ্মীপূজা পর্যন্ত বিসর্জনের ঢল নামবে গঙ্গার ঘাটে, আর সেই কারণেই চক্ররেলের স্বাভাবিক ছন্দে টান পড়া অনিবার্য।