পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার বড়িষা এলাকায় গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ এলাকার একটি বেকারি আচমকাই দাউদাউ করে জ্বলে ওঠে এবং মুহূর্তে তা চারপাশে ছড়িয়ে পড়ে। এর জেরে বেকারিটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।
ঘটনার বিবরণ:
-
খবর কীভাবে ছড়াল: স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় দোকান বন্ধ করে এক স্থানীয় ব্যক্তি বাড়ি ফিরছিলেন। পথ চলতে চলতে হঠাৎই তিনি বেকারির ভিতর থেকে ধোঁয়া বেরতে দেখেন। কয়েক মিনিটের মধ্যেই ধোঁয়ার স্তর ঘন আগুনে বদলে যায়। আতঙ্কে তিনি চিৎকার করে স্থানীয়দের খবর দেন এবং পুলিশকে ফোন করেন।
-
দমকলের তৎপরতা: খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পিংলা থানার পুলিশ। এরপর দমকল বিভাগকে জানানো হলে কিছুক্ষণের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।
-
ক্ষয়ক্ষতি: প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন আয়ত্তে আসে। তবে আগুনের তীব্রতার কারণে ততক্ষণে গোটা বেকারিই ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের কারণ ও তদন্ত:
স্থানীয়দের দাবি, দোকানের ভিতরে দাহ্য সামগ্রী থাকার কারণেই আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল।
-
যদিও অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট, নাকি অন্য কোনো কারণ—তা খতিয়ে দেখতে দমকল ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।
-
এই ঘটনায় কোনও প্রাণহানি হয়নি। তবে বেকারির মালিকের প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি বড়িষা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।