দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা অঞ্চলে বাঘের পায়ের ছাপ নিশ্চিত হওয়ার পর থেকেই উপেন্দ্রনগর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। গত রবিবার সকালে ঠাকুরান নদীর চর লাগোয়া জঙ্গলের পাশের ধানক্ষেতে এই পায়ের ছাপ প্রথম দেখতে পান স্থানীয় মৎস্যজীবীরা। বন দফতর নিশ্চিত করেছে যে ছাপটি বাঘেরই।
বর্তমান পরিস্থিতি ও বন দফতরের পদক্ষেপ:
আতঙ্কের উৎস: বাঘটি এখনও গ্রামের পাশের জঙ্গলেই ঘোরাফেরা করছে বলে মনে করা হচ্ছে। দু’দিন কেটে গেলেও বাঘটিকে এখনও ধরা যায়নি।
সতর্কতা: বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করছেন। জঙ্গল লাগোয়া এলাকায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না।
বাধা সৃষ্টি: বাঘ যাতে জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে আসতে না পারে, তার জন্য নদীর বাঁধ বরাবর নাইলনের জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
তল্লাশি: বন দফতর মঙ্গলবার সকাল থেকে ফের ওই জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করেছে।
এই পরিস্থিতিতে স্থানীয়রা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।