পশ্চিমবঙ্গকে বিহার ও উত্তর প্রদেশের মতো করে ‘পুনর্নির্মাণ’ করার দায়িত্ব বিজেপি নেবে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে—এই দাবি করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিজেপি দফতরে এক সাংবাদিক সম্মেলনে তিনি রাজ্যের ঠিকাদারদের উদ্দেশে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন।
ঠিকাদারদের প্রতি শুভেন্দুর হুঁশিয়ারি: শুভেন্দু অধিকারী রাজ্যের ঠিকাদারদের উদ্দেশে বলেন:
“আপনারা ভোটের আগে ভুয়ো কাজে যোগ দেবেন না। পশ্চিমবঙ্গ সরকার এই কাজের জন্য কোনো বাজেট বরাদ্দ করেনি। আপনারা এই ধরনের কাজ নেবেন না। কারণ পরবর্তীতে আপনারা সেই টাকা পাবেন না।”
কমিশন ও তৃণমূলের তহবিল নিয়ে অভিযোগ: তিনি অভিযোগ করেন, ঠিকাদাররা ৭ থেকে ৮ শতাংশ কমিশন দিয়ে যে কাজগুলো নিচ্ছেন, তার টাকা মেটানো হবে না।
-
কমিশনের অঙ্ক: বিরোধী দলনেতা তথ্য এবং ছবি দেখিয়ে দাবি করেন, ম্যাকিন্টোস বার্নের হয়ে এবং অ্যাগ্রোর হয়ে ৭ থেকে ৮ শতাংশ টাকা সংগ্রহ করা হচ্ছে।
-
তহবিলে টাকা: তাঁর অভিযোগ, এই সংগৃহীত টাকার চার শতাংশ যাচ্ছে তৃণমূলের নির্বাচনী তহবিলে, যা পরিচালনা ও নিয়ন্ত্রণ করছে ক্যামাক স্ট্রিট।
-
ব্রোকার: যিনি এই সমস্ত টাকা সংগ্রহের দায়িত্বে রয়েছেন, তিনি হলেন ব্রোকার সৌভিক সরকার।
সরকারের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: শুভেন্দুবাবু বলেন, “আমাদের উদ্দেশ্য এই রাজ্যের ঠিকাদার বন্ধুদের রক্ষা করা। কারণ তৃণমূল সরকারের কাছে এখন কোনো তহবিল নেই, বাজেটে বরাদ্দ নেই। অথচ পঞ্চায়েত দফতর মুখ্যমন্ত্রীর নির্দেশে জালিয়াতি করছে।”