পথশ্রী প্রকল্পের ম্যাজিক! স্কুল-কলেজ যাতায়াতে আর হবে না ভোগান্তি, দক্ষিণ দিনাজপুরে বড় উপহার রাজ্য সরকারের!

রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘পথশ্রী’র হাত ধরে এবার ভোলবদল হতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের। দীর্ঘদিনের দাবি মেনে এলাকার তিনটি গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার ও নির্মাণের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হল। শুক্রবার হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে এই উন্নয়নমূলক কাজের সূচনা করেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হরিরামপুর ব্লকের বাগিচাপুর এবং সৈয়দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই তিনটি রাস্তা তৈরি করা হবে। প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তাগুলি নির্মাণের জন্য রাজ্য সরকার মোট ৬৫ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ করেছে। এদিনের এই মেগা উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন হরিরামপুরের বিডিও অত্রি চক্রবর্তী এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী সহ অন্যান্য বিশিষ্ট আধিকারিকরা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এতদিন রাস্তাগুলি বেহাল অবস্থায় পড়ে থাকায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হত। বিশেষ করে বর্ষাকালে স্কুল ও কলেজ পড়ুয়াদের যাতায়াত কার্যত অসম্ভব হয়ে পড়ত। অবশেষে পথশ্রী প্রকল্পের মাধ্যমে সেই সমস্যার স্থায়ী সমাধান হতে চলায় খুশির জোয়ার এলাকায়। মন্ত্রীর মতে, এই নতুন রাস্তাগুলি কেবল যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে না, বরং গ্রামীণ অর্থনীতিকেও শক্তিশালী করবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy