নেশার টাকার জন্য একের পর এক বাইক-দামি জিনিস চুরি! সোনারপুর জুড়ে আতঙ্ক ছড়ানো তিন যুবক গ্রেফতার

সোনারপুর। নেশার টাকা জোগাড় করার জন্য একের পর এক চুরি করে সোনারপুর (Sonarpur) এলাকায় আতঙ্ক ছড়ানো এক চক্রের হদিস পেল পুলিশ। সোনারপুর থানার অফিসার জয়দেব দাসবিশ্বজিৎ সরকারের নেতৃত্বে তদন্তে নেমে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।

চুরির কারণ ও ধৃতদের পরিচয়:

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিন যুবকের নাম হল—রোহিত মণ্ডল, অজয় বিশ্বাস এবং দেব বিশ্বাস। তাঁরা তিনজনেই সোনারপুর থানা এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, মূলত নেশার জন্য টাকা জোগাড় করতেই এই চুরিগুলি করা হচ্ছিল। কখনও বাইক চুরি, কখনও আবার বাড়িতে ঢুকে মূল্যবান জিনিসপত্র গায়েব করে দিচ্ছিলেন এই যুবকেরা।

  • স্থানীয়দের উদ্বেগ: স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে সোনারপুর এলাকার বিভিন্ন দোকান, বাড়ি থেকে ক্রমাগত জিনিস চুরি হচ্ছিল। এই চোরদের দৌরাত্ম্যে ব্যবসা করাও অসম্ভব হয়ে উঠছিল বলে স্থানীয়রা অভিযোগ করেন। রাতের অন্ধকারে এই ধরনের চুরির ঘটনাগুলি ঘটছিল।

পুলিশি পদক্ষেপ:

ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। চুরি চক্রের আরও তথ্য এবং সম্ভাব্য যোগসাজশ জানতে অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ।

বারুইপুরে টোটো ব্যাটারি চুরি:

অন্যদিকে, বারুইপুর এলাকাতেও চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এসে দু’টি টোটো থেকে মোট দশটি ব্যাটারি চুরি করে নিয়ে যায়, যার বাজারমূল্য প্রায় দেড় লক্ষ টাকা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী উদ্বেগ প্রকাশ করে বলেন, এইভাবে চুরি হলে ব্যবসা করা অসম্ভব। তাঁর প্রশ্ন, টোটোর ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় তিনি কীভাবে ব্যবসা চালাবেন এবং সময়মতো জিনিসপত্র না পৌঁছলে সমস্ত অর্ডার বাতিল হয়ে যাবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy