“নির্লজ্জ মুখ্যমন্ত্রী”! ‘তালিবানি ফতোয়া’র সঙ্গে তুলনা, মমতার পদত্যাগ দাবি আরজি করের নির্যাতিতার পরিবারের

দুর্গাপুরে ওড়িশার এক ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ-কাণ্ডের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মেয়েদের রাতে বাইরে না বেরনোর নিদান’ ঘিরে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যে তীব্র তরজা শুরু হয়েছে। সেই আবহে এবার মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে সরাসরি মুখ খুলে তীব্র ক্ষোভ ও চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন আরজি করের নিহত চিকিৎসক ছাত্রীর পরিবার। রাজ‍্যের প্রশাসনিক প্রধানের এই মন্তব্যকে তালিবানি ‘ফতোয়া’র সামিল বলে মনে করছেন তাঁরা। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন নিহত ছাত্রীর বাবা-মা।

“নির্লজ্জ মুখ্যমন্ত্রী”, ‘তালিবানি ফতোয়া’র নিদান!
মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে আরজি করের নির্যাতিতা ছাত্রীর বাবা বলেন, “উনি (মমতা) একজন নির্লজ্জ মুখ্যমন্ত্রী। মহিলা হয়ে মহিলাদের সম্পর্কে এই ধরনের কথা বলা খুবই দুঃখজনক। পারলে উনি ফতোয়া জারি করে দিন, যাতে মেয়েরা ঘরের বাইরে বেরতে না পারে। তালিবানরা যেমন ফতোয়া জারি করে, উনিও তাদের মতো ফতোয়া জারি করে দিন। তাহলে মেয়েরা আর ঘরের বাইরে যেতে পারবে না।”

তিনি আরও স্পষ্ট বলেন, “হয় উনি তালিবানের মতো ফতোয়া জারি করুন। নয়তো মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন। ওঁর প্রশাসন চালানোর দক্ষতাই নেই। সেই কারণেই উনি এই সমস্ত আজেবাজে কথা বলছেন।”

মুখ্যমন্ত্রীর চেয়ার ছাড়ার চ্যালেঞ্জ
এখানেই থেমে থাকেননি নিহত তরুণীর বাবা। কার্যত, মুখ্যমন্ত্রীর দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, “হয় উনি ফতোয়া জারি করে বলুন এখন থেকে আর মেয়েদের বাড়ির বাইরে বেরনো যাবে না। নতুবা উনি মুখ্যমন্ত্রীর চেয়ার ছাড়ুন। দু’টোর মধ্যে যেকোনও একটি বিষয়ে বেছে নিতে হবে মুখ্যমন্ত্রীকে।”

তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে অপরাধীরা আরও প্রশ্রয় পাবে এবং অপরাধের ঘটনাও আরও বাড়বে। তাঁর কথায়, “এই রাজ‍্যে নারীদের সুরক্ষা তো নেই। উপরন্তু ওঁর এই মন্তব্যে অপরাধীরা আরও প্রশ্রয় পাবে। উনি যে অপরাধীদের প্রশ্রয় দিচ্ছেন তা স্পষ্ট বোঝা যাচ্ছে।”

ডাক্তারদের নিরাপত্তা নেই, সাধারণ মানুষ কোথায়?
রাজ্যে নারী নিরাপত্তা এবং বিশেষত চিকিৎসকদের উপর নির্যাতন প্রসঙ্গেও সরব হন তিনি। বলেন, “ডাক্তাররা সমাজে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে চিহ্নিত হন। যেখানে তাঁদেরই নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে কীভাবে? এটা একমাত্র উনিই (মুখ্যমন্ত্রী) বুঝতে পারছেন না।”

“মূর্খের মতো কথা”, “ধর্ষকদের মাথায় হাত”
স্বামীর মতো মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে সুর চড়িয়েছেন আরজি করের নির্যাতিতা ছাত্রীর মা-ও। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, “উনি মূর্খের মতো কথা বলছেন। এখন উনি বলছেন মেয়েরা বাইরে বেরবে কেন! এরপর কোনোদিন শুনব মেয়ে হিসেবে জন্মেছো কেন? ওঁর এই মন্তব্যের জন্য পদত্যাগ করা উচিত।”

রাতে মেয়েরা কেন বেরতে পারবে না, সেই প্রশ্ন তুলে তিনি আরও বলেন, “আমরা কি আদিম যুগে বাস করছি! তাহলে কিসের এত উন্নতি? মুখ্যমন্ত্রী ধর্ষক ও অপরাধীদের মাথায় হাত দিয়ে রেখেছেন। তারাও বুঝে গিয়েছে অপরাধ করলে এ রাজ‍্যে কোনও সাজা হবে না। বিচার পাবে না নির্যাতিতারা। তাই দুষ্কৃতীদের এত বাড়বাড়ন্ত!”

মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর আরজি করের নির্যাতিতা ছাত্রীর পরিবারের এই প্রতিক্রিয়া রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy