“নির্যাতিতা কি অপরাধী?”— উন্নাও কাণ্ডে বিজেপি নেতার জামিন ও পুলিশের ধরপাকড় নিয়ে গর্জে উঠলেন রাহুল গান্ধী!

উন্নাও ধর্ষণকাণ্ডের নির্যাতিতা এবং তাঁর মায়ের সঙ্গে দিল্লি পুলিশের আচরণের ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ২০১৭ সালের সেই নৃশংস গণধর্ষণকাণ্ডে সাজাপ্রাপ্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে দিল্লি হাইকোর্ট জামিন দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন নির্যাতিতা। অভিযোগ, সেই সময় পুলিশ তাঁদের জোরপূর্বক সরিয়ে দেয় এবং অত্যন্ত অমর্যাদাকর আচরণ করে।

এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই রাহুল গান্ধী মোদী সরকারের সমালোচনা করে লেখেন, “বিচারের জন্য আওয়াজ তোলা কি এখন অপরাধ? ওই নির্যাতিতা কী ভুল করেছেন যে তাঁকে অপরাধীর মতো হেনস্তা করা হচ্ছে?” তিনি আরও প্রশ্ন তোলেন যে, একজন গণধর্ষণের শিকার হওয়া মহিলা যখন আতঙ্কের ছায়ায় জীবন কাটাচ্ছেন, তখন দোষীকে জামিন দেওয়া এবং প্রতিবাদীকে অপদস্থ করা কী ধরনের বিচার ব্যবস্থা?

রাহুল গান্ধী কড়া ভাষায় সতর্ক করে বলেন, “আমরা শুধু ভেঙে পড়া অর্থনীতির দেশই নই, এই ধরনের অমানবিক ঘটনা চলতে থাকলে আমরা খুব শীঘ্রই একটি ‘মৃত সমাজে’ পরিণত হব।” তিনি স্পষ্ট জানান যে, কুলদীপ সেঙ্গারের মতো অপরাধীকে মুক্তি দেওয়া অত্যন্ত হতাশাজনক এবং লজ্জার। গণতন্ত্রে প্রতিবাদের কণ্ঠরোধ করার চেষ্টাকে তিনি বড় অপরাধ বলে চিহ্নিত করেছেন। কংগ্রেস নেতার দাবি, নির্যাতিতাকে অবিলম্বে যোগ্য সম্মান, নিরাপত্তা এবং প্রকৃত বিচার দিতে হবে। ভয় ও অবিচারের এই পরিবেশ দূর করাই এখন সময়ের দাবি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy