‘নিয়মিত নজরদারির অভাব’, ট্রাফিক মোড়ে বেপরোয়া বাসের তাণ্ডব! ছেলের শেষ যাত্রায় শোকে মুহ্যমান পরিবার

শুক্রবার সকালে উত্তর কলকাতার কাশীপুর থানা এলাকার সিআইটি (CIT) মোড়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় মাত্র ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বরানগরের বাসিন্দা ও কাশীপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র অরণ্য চক্রবর্তী প্রতিদিনের মতো সাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার পথেই এই দুর্ঘটনার শিকার হয়। ঘটনাটি ঘটে সকাল প্রায় ১০টা ৪৫ মিনিট নাগাদ।

ট্রেনের চাকায় পিষ্ট হলো অরণ্য

প্রত্যক্ষদর্শীরা জানান, অরণ্য বিটি রোডের উপর ব্যস্ত সিআইটি মোড়ে রাস্তা পার হচ্ছিল। ঠিক সেই সময় পিছন থেকে আসা ২৩৪ রুটের একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহী অরণ্যের উপর আছড়ে পড়ে। ধাক্কার জেরে অরণ্য সাইকেলসহ ছিটকে রাস্তায় পড়ে যায়, এবং বাসটির সামনের বাঁদিকের চাকা তার শরীরের উপর দিয়ে চলে যায়।

উদ্ধার ও মৃত্যু: স্থানীয়রা দ্রুত রক্তাক্ত অবস্থায় অরণ্যকে উদ্ধার করে পাশের একটি নার্সিংহোমে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবারে শোকের ছায়া: বই-খাতা নিয়ে যে ছেলেটি কিছুক্ষণ আগেও স্কুলের উদ্দেশে বেরিয়েছিল, তার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন এবং প্রতিবেশীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

ক্ষুব্ধ স্থানীয়দের অভিযোগ

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা ২৩৪ রুটের বাসের বেপরোয়া গতির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন।

নিয়মিত অভিযোগ: স্থানীয়দের দাবি, এই রুটের বাসগুলি নিয়মিতভাবে অতিরিক্ত গতিতে চলে এবং ঘনঘন নিয়ন্ত্রণ হারায়।

নজরদারির অভাব: সকাল-সন্ধ্যার ব্যস্ত সময়ে এই মোড় দিয়ে স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীদের ভিড় থাকে। এতদসত্ত্বেও সিআইটি মোড় চত্বরে ট্রাফিক সিগন্যাল ও নজরদারি থাকা সত্ত্বেও চালকদের বেপরোয়া আচরণ থামানো যাচ্ছে না।

স্থানীয়দের অভিযোগের তীর সরাসরি পুলিশের ট্রাফিক নজরদারির অভাবের দিকে। এই দুর্ঘটনার ফলে এলাকায় সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy