কলকাতার নিউটাউনে ওয়েস্টিন হোটেলের একদম পাশে একটি বেসরকারি কোম্পানির খোলা চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দাহ্য সামগ্রী মজুদ থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে তীব্রতা বাড়িয়ে তোলে। খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।
কীভাবে আগুন লাগল? প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই চত্বরের ভেতরে লোহা কাটার কাজ চলছিল। অনুমান করা হচ্ছে, সেখান থেকেই আচমকা স্ফুলিঙ্গ (Spark) ছড়িয়ে পড়ে প্রথমে আশপাশের শুকনো জঙ্গলঝোপ ও কাঁচা গাছপালায় আগুন ধরে যায়।
-
আগুন ছড়ানোর কারণ: চত্বরজুড়ে প্রচুর পরিমাণে সোলা বা থার্মোকলজাত দাহ্য সামগ্রী মজুদ থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্রতা কয়েক গুণ বেড়ে যায়। মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।
-
দমকলের তৎপরতা: দাহ্য জঙ্গলঝোপ ও থার্মোকল থাকার কারণে আগুন নেভাতে প্রথমে সমস্যায় পড়তে হলেও, দমকল কর্মীরা লাগাতার জল দেওয়ার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সঠিক কারণ জানতে পুলিশ ও দমকল বাহিনী তদন্ত শুরু করেছে।