বছরের শেষ দিনে পশ্চিমবঙ্গ প্রশাসনের অলিন্দে এখন একটাই প্রশ্ন— রাজ্যের পরবর্তী মুখ্যসচিব (Chief Secretary) কে হতে চলেছেন? বর্তমান মুখ্যসচিব মনোজ পন্থের বর্ধিত মেয়াদের সময়সীমা আজ, ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। বিধানসভা নির্বাচনের আবহে তাঁর পদের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর জন্য রাজ্য সরকার কেন্দ্রের কাছে আবেদন জানালেও, দিল্লির তরফে এখনও সবুজ সংকেত মেলেনি। ফলে নবান্নের অন্দরে তৈরি হয়েছে প্রবল অনিশ্চয়তা।
মনোজ পন্থ বর্তমানে ৬ মাসের এক্সটেনশনে ছিলেন। এর আগে ৩০ জুন তাঁর অবসর নেওয়ার কথা থাকলেও কেন্দ্রের ‘ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং’ (DoPT) তাঁর মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছিল। রাজ্য এবারও ভোটের কথা মাথায় রেখে তাঁর মেয়াদ বৃদ্ধির আর্জি জানিয়েছে। তবে প্রশাসনিক সূত্রের খবর, ডিওপিটি-র পক্ষ থেকে এখনও কোনও ফিরতি বার্তা আসেনি।
যদি শেষ পর্যন্ত কেন্দ্র পন্থের মেয়াদ বৃদ্ধিতে সায় না দেয়, তবে নবান্নের শীর্ষ পদে কে বসবেন, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এই দৌড়ে সম্ভাব্য তালিকায় উঠে আসছে বেশ কয়েকজন শীর্ষ আমলার নাম:
নন্দিনী চক্রবর্তী
বরুণ রায়
অত্রি ভট্টাচার্য
প্রভাত মিশ্র
উল্লেখ্য, এর আগে ভগবতী প্রসাদ গোপালিকার মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছিল রাজ্য, কিন্তু সেবার কেন্দ্র সায় দেয়নি। এরপরই ২০২৪ সালের ৩১ অগস্ট দায়িত্ব গ্রহণ করেন মনোজ পন্থ। এখন দেখার, আজ মাঝরাতের আগেই কি কোনও বিশেষ নির্দেশিকা আসে, নাকি নতুন কোনও মুখ পেতে চলেছে বাংলা। নবান্নের করিডোরে এখন কেবলই অপেক্ষা আর উৎকণ্ঠা।