নন্দীগ্রামে উত্তাপ! শুভেন্দুর সভা থেকে ফেরার পথে বিজেপি নেতার ওপর হামলা, কাঠগড়ায় তৃণমূল

নতুন বছরের শুরুতেই ফের উত্তপ্ত নন্দীগ্রাম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি থেকে ফেরার পথে বিজেপি সংখ্যালঘু সেলের নেতা আব্বাস বেগের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি নেতার দাবি, দাউদপুরে তাঁর গাড়ি থামিয়ে একদল যুবক তাঁর ওপর চড়াও হয়। এই ঘটনায় তিনি পূর্ব মেদিনীপুর জেলা জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা শামসুল ইসলামের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে নন্দীগ্রাম থানার দ্বারস্থ হয়েছেন।

আব্বাস বেগের অভিযোগ, বুধবার সন্ধ্যায় শুভেন্দু অধিকারীর সভা সেরে যখন তিনি ফিরছিলেন, তখন দাউদপুর এলাকায় বেশ কয়েকটি বাইক নিয়ে তাঁর পথ আটকানো হয়। তাঁর দাবি, শামসুল ইসলাম নিজে দাঁড়িয়ে থেকে এই হামলা চালিয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, ইতিপূর্বেও একাধিকবার হামলার আশঙ্কায় আদালতের নির্দেশে আব্বাস বেগকে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী (Personal Security) দেওয়া হয়েছে। কিন্তু তাঁর অভিযোগ, সিকিউরিটি থাকা সত্ত্বেও সাহসের সঙ্গে এই হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, এই সমস্ত অভিযোগকে ‘ভিত্তহীন’ ও ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা শামসুল ইসলাম। তাঁর পাল্টা দাবি, “ওরা মানসিক রোগে আক্রান্ত। ওদের মাথা খারাপ হয়ে গিয়েছে বলেই এই ধরনের মনগড়া গল্প সাজাচ্ছে।” নন্দীগ্রামে ভোটের হাওয়া গরম হতেই এই রাজনৈতিক সংঘর্ষ ও অভিযোগ-পাল্টা অভিযোগকে কেন্দ্র করে দাউদপুর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy