নদিয়া সীমান্তে কোটি টাকার সোনা সহ কুখ্যাত বাংলাদেশি চোরাকারবারী আটক করল বিএসএফ

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিপুল পরিমাণ সোনার বিস্কুট পাচারের চেষ্টা ব্যর্থ করল সীমান্ত নিরাপত্তা বাহিনী (BSF)। নদিয়া জেলার বিওপি টুঙ্গি এলাকায় অভিযান চালিয়ে এক কুখ্যাত বাংলাদেশি চোরাকারবারীকে আটক করেছে বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের ৩২তম ব্যাটালিয়ন।

💸 প্রায় ৩.০৬ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত:
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে বিএসএফ জওয়ানরা অভিযান চালায়। চোরাকারবারীরা একটি হ্রদের মধ্য দিয়ে জল কচুরিপানা (Water Hyacinth) ব্যবহার করে সোনার বিস্কুট লুকিয়ে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিল।

বাজেয়াপ্ত সোনার পরিমাণ: মোট ২৩৫৪.৭৩ গ্রাম (২০টি সোনার বিস্কুট)।

বাজেয়াপ্ত মূল্য: ₹৩,০৫,৯৯,৭১৬ টাকা।

🏃 অন্ধকারের সুযোগে একজনের পলায়ন:
বিওপি টুঙ্গির জওয়ানরা তথ্য পাওয়ার পরপরই অ্যাম্বুশ দল গঠন করে। দুই সন্দেহভাজন ব্যক্তিকে কচুরিপানার নীচে লুকিয়ে ভারতের দিকে এগিয়ে আসতে দেখা যায়। বিএসএফ জওয়ানরা তাঁদের চ্যালেঞ্জ করলে, এক চোরাকারবারী হাতেনাতে ধরা পড়ে। তবে অন্যজন অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।

আটক চোরাকারবারীকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য বিওপি টুঙ্গিতে নিয়ে আসা হয়েছে। বিএসএফ বাহিনী সীমান্তে চোরাচালান রুখতে তাদের নজরদারি আরও বাড়িয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy