২০২৬-এর স্বাগত জানাতে যখন দেশজুড়ে উৎসবের প্রস্তুতি তুঙ্গে, তখনই বড় দুঃসংবাদ শোনালেন অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্মের কর্মীরা। Swiggy, Zomato, Zepto, Blinkit, Amazon এবং Flipkart-এর মতো তাবড় ই-কমার্স ও ফুড ডেলিভারি সংস্থার ডেলিভারি বয়রা দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন। আগামী ৩১ ডিসেম্বর এই ধর্মঘট পালিত হবে, যার ফলে বর্ষবরণের রাতে অনলাইনে খাবার বা প্রয়োজনীয় সামগ্রী অর্ডার করলে চরম সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ।
একাধিক ডেলিভারি ওয়ার্কার ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, প্ল্যাটফর্ম ইকোনমিতে ক্রমশ কাজের পরিবেশ বিষিয়ে ওঠার প্রতিবাদেই এই কড়া পদক্ষেপ। ইউনিয়নের দাবি, উৎসবের মরশুমে যখন কাজের চাপ সবচেয়ে বেশি থাকে, তখন তাঁদের উপার্জন কমে যাচ্ছে, অথচ ঝুঁকি বাড়ছে পাল্লা দিয়ে। বিশেষ করে ‘১০ মিনিটে ডেলিভারি’ মডেলের তীব্র বিরোধিতা করেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, এই মডেলে সময়ের চাপে রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যাচ্ছে। এছাড়াও, কোনো কারণ না দর্শিয়ে হঠাৎ আইডি ব্লক করা, অস্বচ্ছ পেমেন্ট সিস্টেম এবং সামাজিক সুরক্ষার অভাব নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন কর্মীরা।
ইউনিয়নগুলোর যৌথ বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, জ্বালানির ঊর্ধ্বমুখী দাম এবং দীর্ঘ কাজের সময় অনুযায়ী ন্যায্য পারিশ্রমিক মিলছে না। নতুন শ্রম আইন অনুযায়ী সামাজিক সুরক্ষা তহবিলে ১-২ শতাংশ অর্থ জমা করার যে বাধ্যবাধকতা রয়েছে, তা যথাযথভাবে কার্যকর করার দাবিও তুলেছেন তাঁরা। যদি সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত এই দাবি না মানে, তবে ৩১ ডিসেম্বরের এই ধর্মঘট অনলাইন পরিষেবাকে পুরোপুরি স্তব্ধ করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।