ধোনির কপালে চিন্তার ভাঁজ! আইপিএলের আগেই আঙুল ভাঙল সিএসকে-র নতুন তারকার, মাঠেই যন্ত্রণায় কাতর সরফরাজ

ঘরোয়া ক্রিকেটে রানের পাহাড় গড়ছিলেন, রেকর্ড ভাঙছিলেন অবলীলায়— কিন্তু সেই ছন্দেই হঠাৎ গ্রহণ লাগল। অনুশীলনে গুরুতর চোটের কবলে পড়ে বিজয় হাজারে ট্রফি থেকে ছিটকে গেলেন মুম্বইয়ের তারকা ব্যাটার সরফরাজ খান। এই খবরে মুম্বই শিবির তো বটেই, প্রবল উদ্বেগে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (CSK)।

অনুশীলনে ভয়াবহ চোট বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে কর্নাটকের বিরুদ্ধে নামার ঠিক আগে নেট প্র্যাকটিস করছিলেন সরফরাজ। সাইরাজ পাটিলের একটি বল সজোরে এসে লাগে সরফরাজের আঙুলে। চোট এতটাই গুরুতর ছিল যে সাথে সাথেই তাঁর আঙুল ভেঙে যায়। ফলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর মাঠে নামা হয়নি তাঁর। তাঁকে ছাড়া কর্নাটকের বিরুদ্ধে মুম্বইয়ের ব্যাটিং লাইন-আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে।

ধোনির দলের কেন এত চিন্তা? দীর্ঘদিন আইপিএলে উপেক্ষিত থাকার পর এবার নিলামে সরফরাজকে ৭৫ লক্ষ টাকায় দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। গত বৃহস্পতিবারই পাঞ্জাবের বিরুদ্ধে মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি করে বিজয় হাজারের দ্রুততম অর্ধশতরানের রেকর্ড গড়েছিলেন তিনি। তাঁর এই বিধ্বংসী ফর্ম দেখে ধোনি ভক্তরা আশায় ছিলেন যে, এবার সিএসকে-র হয়ে মিডল অর্ডারে ঝড় তুলবেন সরফরাজ। কিন্তু আইপিএল শুরুর আগেই এই চোট চেন্নাইয়ের ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

দুর্দান্ত ফর্মে হঠাৎ বিরতি ২০২৪ সালে জাতীয় দলে টেস্ট অভিষেকে নজর কাড়া থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি— সরফরাজ বারবার নিজের জাত চিনিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর রান সাড়ে চার হাজারেরও বেশি, আছে ট্রিপল সেঞ্চুরিও। বিজয় হাজারেতে এবার ৫ ইনিংসে ৩০৩ রান করেছেন তিনি, যার মধ্যে রয়েছে ২১টি ছক্কা ও ২৫টি চার। স্ট্রাইক রেট ছিল আকাশছোঁয়া ১৯০.৫৬।

আপাতত সিএসকে-র মেডিক্যাল টিম ও নির্বাচকদের প্রার্থনা, আইপিএল শুরুর আগেই যেন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন এই তরুণ তুর্কি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy