ধর্ম ও সীমানার ঊর্ধ্বে এক পবিত্র বন্ধন, মোদীর আমন্ত্রণের অপেক্ষায় ‘পাকিস্তানি’ বোন! তাঁর প্রার্থনাতেই হয়েছেন সফল?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পাকিস্তানের করাচি থেকে ভারতে আসা কামার মহসিন শেখের সম্পর্কটি যেন ধর্ম, সীমানা এবং রাজনীতির সব গণ্ডি পেরিয়ে এক অনন্য ভ্রাতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছে। গত ৩০ বছরেরও বেশি সময় ধরে কামার মহসিন শেখ প্রতি বছর প্রধানমন্ত্রী মোদীকে রাখি পরিয়ে আসছেন এবং এই বছরও তার ব্যতিক্রম নয়।

১৯৮১ সালে বিয়ের পর করাচি থেকে ভারতে আসেন কামার। সেই সময়ে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে পরিচিত হন, যখন মোদী ছিলেন আরএসএস-এর একজন সাধারণ স্বয়ংসেবক। একদিন হঠাৎ মোদী তাঁকে জিজ্ঞাসা করেন, “কেমন আছো, বোন?” আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় তাঁদের ভাই-বোনের এক গভীর সম্পর্ক।

এবছরও কামার মহসিন শেখ তাঁর ‘দাদা’র জন্য নিজের হাতে দুটি বিশেষ রাখি তৈরি করেছেন। এর মধ্যে একটিতে ‘ওঁ’ চিহ্ন এবং অন্যটিতে গণেশের অবয়ব রয়েছে। এই রাখিগুলো কামারের বিশ্বাস এবং ভালোবাসার প্রতীক। এর মধ্যে থেকেই একটি সবচেয়ে প্রিয় রাখি তিনি প্রধানমন্ত্রীর হাতে পরানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

গত বছর কিছু কারণে কামার দিল্লি যেতে পারেননি। তবে এবছর তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করছেন যে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আমন্ত্রণ এলে তিনি আবার সেই পবিত্র বন্ধনটি সামনে থেকে উদযাপন করতে পারবেন। তিনি বলেছেন, “আমি অপেক্ষায় আছি, কবে প্রধানমন্ত্রীর দফতর থেকে আমন্ত্রণ আসবে।”

কামার মহসিন শেখের দাবি, তিনি একসময় প্রার্থনা করেছিলেন যাতে নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হন। সেই প্রার্থনা সফল হওয়ার পর তিনি মোদীর প্রধানমন্ত্রী হওয়ার জন্যও প্রার্থনা করেছিলেন। তাঁর বিশ্বাস, একজন বোনের শুভকামনা সবসময় তাঁর দাদার জন্য সৌভাগ্য নিয়ে আসে। এই বছরও একই বিশ্বাস নিয়ে তিনি তাঁর দাদার হাতে রাখি পরানোর অপেক্ষায় রয়েছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy