ধনশ্রীর পর এবার আরজে মাহভাশ! চাহালের জীবনে কি ফের বসন্তের বিদায়? ভাইরাল এক ‘আনফলো’ পোস্ট

মাঠের গুগলিতে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে ওস্তাদ যুজভেন্দ্র চাহাল। কিন্তু তাঁর নিজের জীবনের সমীকরণ যেন দিন দিন আরও জটিল হয়ে উঠছে। ২০২৫-এর শুরুতে ধনশ্রী ভার্মার সঙ্গে ডিভোর্সের পর যখন নতুন করে জীবন গুছিয়ে নেওয়ার কথা উঠছিল, ঠিক তখনই সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। গুঞ্জন শোনা যাচ্ছে, সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর আরজে মাহভাশের সঙ্গেও সম্পর্কের ইতি টেনেছেন ভারতীয় এই স্পিনার।

ইনস্টাগ্রামে ‘আনফলো’ কাণ্ড!

চাহাল এবং আরজে মাহভাশের মধ্যে সম্পর্কের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই ক্রিকেট মহলে চর্চিত ছিল। কিন্তু বুধবার পাপারাজ্জো বরিন্দর চাওলা প্রথম খেয়াল করেন যে, ইনস্টাগ্রামে তাঁরা একে অপরকে ‘আনফলো’ করেছেন। আগে দুজনেই একে অপরের ফলোয়িং লিস্টে থাকলেও এখন সেখানে একে অপরের নাম নেই। সোশ্যাল মিডিয়ার যুগে ‘আনফলো’ করার অর্থই হলো সম্পর্কের ফাটল—এমনটাই মনে করছেন নেটিজেনরা।

কী বলছেন চাহাল?

সম্প্রতি এক পডকাস্টে চাহাল তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছিলেন। যখন তাঁকে জিজ্ঞেস করা হয় যে তিনি বর্তমানে কোনো সম্পর্কে আছেন কি না, চাহাল সরাসরি তা অস্বীকার করেন। তিনি বলেন, “না। মানুষ যা ভাবতে চায়, ভাবুক।” এমনকি তিনি এও যোগ করেন যে, আগের তিক্ততা কাটিয়ে পুনরায় কারো প্রতি ভালোবাসা অনুভব করতে তাঁর আরও বেশ কিছুটা সময় লাগবে।

গুঞ্জন বনাম বাস্তবতা

২০২০ সালে ড্যান্সার ধনশ্রী ভার্মার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন চাহাল। কিন্তু ২০২৫-এ তাঁদের বিচ্ছেদ সবাইকে অবাক করে দেয়। এরপরই মাহভাশের সঙ্গে চাহালের একটি ছবি ঘিরে প্রেমের জল্পনা শুরু হয়। যদিও চাহাল দাবি করেছেন সেই ছবি ছিল বন্ধুদের সঙ্গে তোলা একটি সাধারণ গ্রুপ ফটো, কিন্তু ভক্তরা তাতে নতুন ‘লিঙ্ক-আপ’ খুঁজে নিয়েছিলেন।

এখনও পর্যন্ত আনফলো হওয়া নিয়ে চাহাল বা মাহভাশ—কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে হিটম্যান রোহিত শর্মার প্রিয় বন্ধু ‘চাহাল ভাই’-এর জীবনে ফের এই একাকিত্বের ছায়া দেখে চিন্তিত তাঁর অনুরাগীরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy