দেবভূমিতে ‘অ-হিন্দু’দের প্রবেশে নিষেধাজ্ঞা! বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির সিদ্ধান্তে তোলপাড় দেশ

উত্তরাখণ্ডের ঐতিহ্য এবং শ্রী বদ্রীনাথ ও কেদারনাথ ধামের ধর্মীয় পবিত্রতা রক্ষায় এক নজিরবিহীন ও কঠোর পদক্ষেপ নিল শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটি (BKTC)। কমিটির অধীনে থাকা ৪৫টি মন্দিরে এখন থেকে অ-হিন্দুদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করার ঘোষণা করা হয়েছে। কমিটির চেয়ারম্যান তথা প্রবীণ বিজেপি নেতা হেমন্ত দ্বিবেদীর এই বয়ান প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক।

হেমন্ত দ্বিবেদীর দাবি, উত্তরাখণ্ড বা ‘দেবভূমি’র সংস্কৃতি ও কয়েক শতাব্দী প্রাচীন ঐতিহ্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত। তাঁর মতে, এই মন্দিরগুলিতে অ-হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করার প্রথা দীর্ঘদিনের। কিন্তু অতীতে যখন রাজ্যে বিজেপি সরকার ছিল না, তখন এই নিয়মগুলিকে অবজ্ঞা করা হয়েছিল। সেই পুরনো প্রথাকেই এখন সরকারি সিলমোহর দিয়ে কার্যকর করতে চাইছে মন্দির কমিটি। খুব শীঘ্রই পরবর্তী বোর্ড সভায় এই বিষয়ে একটি আনুষ্ঠানিক প্রস্তাব পাশ করা হবে। এছাড়া, রাজ্যে অবৈধ ধর্মীয় কাঠামো ভেঙে ফেলার সরকারি অভিযানেরও প্রশংসা করেছেন তিনি।

তবে এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক সংঘাত। উত্তরাখণ্ড কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি সূর্যকান্ত ধাসমানা এই পদক্ষেপকে বিজেপির ‘দৃষ্টি ঘোরানোর কৌশল’ বলে আখ্যা দিয়েছেন। তাঁর যুক্তি, অ-হিন্দুরা সাধারণত এই মন্দিরগুলিতে প্রবেশ করেন না, তাই আলাদা করে নিষেধাজ্ঞার কোনও যৌক্তিকতা নেই। বেকারত্ব বা মুদ্রাস্ফীতির মতো রাজ্যের আসল সমস্যাগুলি থেকে মানুষের নজর সরাতেই বিজেপি এই ধরনের বিতর্কিত ইস্যু সামনে আনছে বলে কংগ্রেসের অভিযোগ। সব মিলিয়ে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির এই ‘শুদ্ধিকরণ’ অভিযান এখন উত্তরাখণ্ডের রাজনীতির কেন্দ্রবিন্দুতে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy