‘দৃশ্যম ৩’ থেকে বাদ অক্ষয় খান্না! ‘ধুরন্ধর’-এর সাফল্যের পরেই কি পারিশ্রমিক নিয়ে সংঘাত?

২০২৫-এর শেষে বক্স অফিসে দাপট দেখাচ্ছে স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’। রণবীর সিং থাকলেও ভিলেন হিসেবে সব লাইমলাইট কেড়ে নিয়েছেন অক্ষয় খান্না। ছবিটির ১০০০ কোটির ক্লাবে প্রবেশের মাঝেই বলিউডে শোরগোল— অজয় দেবগনের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম ৩’ থেকে সরে দাঁড়িয়েছেন অক্ষয়। ‘দৃশ্যম ২’-তে আইজি টমাস বাস্তিয়ান হিসেবে তাঁর দুর্দান্ত অভিনয় দর্শকদের মন জয় করেছিল, তবে তৃতীয় কিস্তিতে তাঁকে দেখা না যাওয়ার পিছনে উঠে এল দুটি বড় কারণ।

বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুযায়ী, ‘ধুরন্ধর’-এর আকাশছোঁয়া সাফল্যের পর অক্ষয় খান্না তাঁর পারিশ্রমিক অনেকটাই বাড়িয়ে দিয়েছেন। ‘দৃশ্যম ৩’-এর জন্য তিনি নির্মাতাদের কাছে ২১ কোটি টাকা দাবি করেছেন বলে খবর। নির্মাতাদের মতে, একজন পার্শ্বচরিত্রের জন্য এই অঙ্ক ছবির বাজেটের ভারসাম্য নষ্ট করবে। পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় নির্মাতারা তাঁর দাবি মানতে অস্বীকার করেন।

দ্বিতীয় কারণটি বেশ অদ্ভুত। অক্ষয় দাবি করেছিলেন যে তিনি এই ছবিতে উইগ পরে অভিনয় করবেন। কিন্তু ‘দৃশ্যম ২’-তে দর্শক তাঁকে স্বাভাবিক লুকেই দেখেছে। লুকের ধারাবাহিকতা বজায় রাখতে নির্মাতারা উইগ ব্যবহারের অনুমতি দেননি। এই দুই বিতর্কের জেরে শেষ পর্যন্ত ছবিটি ছেড়ে দিয়েছেন অভিনেতা। ইতিমধ্যে ‘দৃশ্যম ৩’-এর টিজার মুক্তি পেয়েছে এবং মুম্বইয়ে শুটিংও শুরু হয়েছে। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ছবিটির ১৪০ কোটির বাজেট ছাপিয়ে বিশ্বজুড়ে ১০০৩.১০ কোটির ব্যবসা অক্ষয় খান্নার কেরিয়ারে নতুন মোড় এনে দিলেও, ‘দৃশ্যম’ ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে বড় ধাক্কা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy