দূষণমুক্ত সমাজ গড়তে অভিনব উদ্যোগ, ফেলে দেওয়া প্লাস্টিক থেকে ‘ইকো ব্রিক্স’ তৈরি করে সেলফি জোন বানালেন মালদহ কলেজের পড়ুয়ারা

প্লাস্টিক দূষণমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে অভিনব উদ্যোগ নিয়েছেন মালদহ কলেজের পড়ুয়ারা। বাড়ির আশপাশ ও রাস্তাঘাটে ফেলে দেওয়া প্লাস্টিক সামগ্রী কুড়িয়ে সেই আবর্জনা দিয়েই তাঁরা তৈরি করছেন পরিবেশবান্ধব নির্মাণ। প্লাস্টিকের বোতলে আবর্জনা ভরে ‘ইকো ব্রিক্স’ (Eco Bricks) বা প্লাস্টিকের ইঁট তৈরি করে কলেজ ক্যাম্পাসে তৈরি হয়েছে আস্ত একটি ‘সেলফি জোন’

কলেজ পড়ুয়াদের এই নির্মাণশৈলী বর্তমানে সবার নজর কেড়েছে।

প্রতিটি ইঁটে ৩-৪ কেজি প্লাস্টিক

পড়ুয়ারা জানিয়েছেন, একটি প্লাস্টিকের বোতলে তিন থেকে চার কেজি কুড়ানো আবর্জনা প্লাস্টিক ভরে এই ইকো ব্রিক্স বা প্লাস্টিকের ইঁট তৈরি করা হচ্ছে।

কলেজ পড়ুয়া অর্পিতা পাল জানান, “বর্তমানে সমাজে ব্যাপকভাবে প্লাস্টিক ব্যবহারের প্রচলন দেখা দিচ্ছে, যার ফলে প্রচুর পরিমাণে পরিবেশ দূষণ ঘটছে। তাই দূষণমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমরা ফেলে দেওয়া প্লাস্টিক থেকে ইকো ব্রিক্স তৈরি করছি এবং তা দিয়ে বিভিন্ন রকম নির্মাণ করছি।”

মালদহ কলেজের শিক্ষক সংসদের সম্পাদক পীযূষ কান্তি সাহা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “পড়ুয়াদের এমন উদ্যোগ প্লাস্টিক দূষণ থেকে সমাজকে মুক্ত করতে এবং পরিবেশবান্ধব পরিকল্পনায় সাধারণ মানুষকে সচেতন করবে। বাংলা, অংক, রাষ্ট্রবিজ্ঞান সহ একাধিক বিভাগের ছাত্র ছাত্রীরা নিজেরাই এমন উদ্যোগ গ্রহণ করেছে। তাঁদের এমন চিন্তাভাবনা আগামীতে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার জন্য অন্যতম ভূমিকা পালন করবে।”

কলেজ ক্যাম্পাসে আধুনিক নির্মাণ

পড়ুয়ারা প্রতিদিনই কলেজ ক্যাম্পাসে স্থাপিত ইকো ব্রিক্স ইউনিটে এসে দুটি বা তিনটি করে আবর্জনা প্লাস্টিক ভর্তি বোতল এনে জমা করছেন। সেই প্লাস্টিক দিয়েই তৈরি হচ্ছে কলেজের একাধিক আধুনিক নির্মাণ।

কলেজ পড়ুয়াদের এমন অভিনব নির্মাণ দেখে অধ্যাপক থেকে শিক্ষক মহল পর্যন্ত সকলেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তাঁদের এই সৃজনশীলতা শুধু পরিবেশ রক্ষা নয়, নতুন প্রজন্মের মধ্যে সচেতনতাও বাড়াচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy