দুর্ঘটনা রুখতে ট্রাফিক পুলিশই এবার ‘গাড়ির মেকানিক’! ব্যারাকপুর কমিশনারেটের অভিনব উদ্যোগে ৪০০ গাড়ির পরীক্ষা

পথ দুর্ঘটনা কমাতে এবার একেবারে নতুন এবং অভিনব উদ্যোগ নিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। শুধু সচেতনতামূলক প্রচার নয়, এবার ট্রাফিক পুলিশ নিজেই যানবাহনের পরীক্ষা-নিরীক্ষা করে তার যান্ত্রিক সমস্যাগুলি শনাক্ত করে দেবে। বিশেষ করে দ্রুতগতির কল্যাণী এক্সপ্রেসওয়েতে বারবার দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পথ দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে যানবাহনের রক্ষণাবেক্ষণের অভাব। বহু সময় ব্রেক, ক্লাচ, ইঞ্জিন কিংবা টায়ারের সামান্য হাওয়ার সমস্যার জেরেই ঘটে বড় বিপত্তি। তাই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সচেতনতা বাড়াতে কমিশনারেট এলাকার ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ ক্যাম্পের আয়োজন করে ব্যারাকপুর ট্রাফিক পুলিশ।

মেকানিক ও মোটর ভেহিকল অফিসাররা দিলেন রিপোর্ট
এই ক্যাম্পগুলিতে স্থানীয় অভিজ্ঞ গাড়ি মেকানিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন মোটর ভেহিকল অফিসাররাও। তাঁরা বিভিন্ন গাড়ির যান্ত্রিক অংশ পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করেন। ত্রুটি শনাক্ত করার পর সেই রিপোর্ট সরাসরি চালক ও মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ছোটখাটো যান্ত্রিক সমস্যাগুলি ক্যাম্প থেকেই বিনামূল্যে মেরামত করে দেওয়া হয়। এদিনের এই ছয়টি ক্যাম্পে প্রায় ৪০০টি গাড়ির পরীক্ষা করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য কেবল পথ নিরাপত্তা এবং সচেতনতা বৃদ্ধি নয়, বরং এর মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের একটি সুসম্পর্কও গড়ে তোলা। ট্রাফিক পুলিশের এমন উদ্যোগে খুশি স্থানীয় মানুষজন ও পথ চলতি সকল চালকরা। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দিনে এই ধরনের ক্যাম্প আরও অন্যান্য জায়গায় করার পরিকল্পনা রয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy