দাম্পত্য কলহ, সামাজিক মাধ্যমে লাইভে এসে আত্মহত্যা করলেন মালদার যুবক, দেহ উদ্ধার করে তদন্তে পুলিশ

দাম্পত্য কলহের জেরে চূড়ান্ত হতাশা থেকে সামাজিক মাধ্যমে লাইভে এসে আত্মহত্যা করলেন মালদার হরিশ্চন্দ্রপুর থানার কালিতলা মোবারকপুর এলাকার এক যুবক। মৃত যুবকের নাম দুর্লভ সাহা, যিনি পেশায় একটি শোরুমের কর্মী ছিলেন। এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে মৌসুমী সাহা নামে এক যুবতীর সঙ্গে দুর্লভ সাহার বিয়ে হয়। তাঁদের বর্তমানে দুই মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। অভিযোগ, এরই মধ্যে স্ত্রী মৌসুমী সাহা বিবাহ বিচ্ছেদের জন্য তাঁর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের নামে থানায় অভিযোগ দায়ের করেন।

এরপরই বাড়ি ছেড়ে চলে যান মৌসুমী এবং চাঁচলে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। এই নিয়ে তাঁদের মধ্যে অশান্তি আরও বাড়তে থাকে বলে পরিবারের দাবি। এরই চরম পরিণতি হিসেবে শুক্রবার রাতে দুর্লভ সাহা সামাজিক মাধ্যমে লাইভ ভিডিয়ো চলাকালীন আত্মহত্যা করেন।

একজন প্রতিবেশী জানান, “ছেলেটি ভালো ছিল। তবে বিয়ের পর থেকে একটু মনমরা হয়েই থাকত। বউ অন্যত্র চলে যাওয়ায় সে আরও বেশি ভেঙে পড়েছিল।” ব্যক্তিগত সমস্যার কারণে নিজে থেকে কেউ কথা না বলায় বিষয়টি আরও জটিল হয়েছিল বলে মনে করছেন স্থানীয়রা। যুবকের এই চরম পদক্ষেপের কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy