২০২৪ সালের ২৩ জুন বলিউড অভিনেতা জাহির ইকবালকে বিয়ে করার পর থেকেই অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায়। এরই মধ্যে সুখের দাম্পত্যের মাঝে নিজেদের সম্পর্ক এবং একটি ‘গোপন শখ’-এর কথা প্রকাশ্যে আনলেন সোনাক্ষী। তিনি ফাঁস করলেন, তাঁর এমন একটি শখের কাজ আছে যা তিনি ভারতে থাকতে কখনোই করতে পারেন না। কিন্তু জাহিরকে (Zaheer Iqbal) নিয়ে বিদেশে ঘুরতে গেলেই তিনি তা স্বামীর সামনেই শুরু করে দেন এবং জাহির নাকি তা চুপচাপ সহ্য করে যান।
কী সেই গোপন শখ?
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষী সিনহা তাঁর এই শখ পূরণের কথা জানিয়েছেন। আসলে, সোনাক্ষীর শখ হলো সুইম স্যুট (Swim Suit) পরে সুইমিং পুলে দীর্ঘ সময় কাটানো।
কিন্তু তিনি কেন এই কাজটি ভারতে করতে পারেন না? সোনাক্ষীর কথায়, আসল কারণ হলো তাঁর ভারী শরীর এবং মেদ নিয়ে হওয়া ট্রোলিং।
“আসলে আমার শরীরে প্রচুর মেদ। বহুবার তা নিয়ে কটাক্ষের মুখেও পড়েছি। তাই আমি জানি ভারতের কোনও সুইমিং পুলে আমি সুইম স্যুট পরে যদি সাঁতার কাটি, তাহলে আমার ছবি ভাইরাল হবে। সোশ্যাল মিডিয়া জুড়ে বিতর্ক শুরু হবে। তবে বিদেশে এসবের ভয় নেই। ওখানে আমি বিন্দাস।”
সোনাক্ষী আরও জানান, বিদেশে ছুটি কাটাতে গেলেই তাঁর এই কাণ্ড জাহিরকে সহ্য করতে হয়। কারণ, তিনি একবার সুইম স্যুট পরে পুলে নামলে আর উঠতেই চান না! আর স্বামী জাহির ইকবাল নাকি তাঁর এই শখপূরণ চুপচাপ উপভোগ করেন।
বিয়ের পর প্রায় দুবার বিদেশে হানিমুনও সেরে ফেলেছেন সোনাক্ষী ও জাহির। কাজের ফাঁকে বিদেশ ভ্রমণে গিয়েই সোনাক্ষী তাঁর এই ‘গোপন শখ’ পূরণ করে থাকেন।