OMG! দশমীর রাতে হাতে মদের গ্লাস, উর্দি পরে ‘টলমল’ ট্রাফিক ইন্সপেক্টর!

দশমীর রাতে মদ্যপ অবস্থায় ডিউটি করার গুরুতর অভিযোগ উঠল হুগলীর শ্রীরামপুরের এক ট্রাফিক ইনস্পেক্টরের বিরুদ্ধে। উর্দি পরা অবস্থায় তাঁর টলমলে হয়ে যাওয়া এবং বেসামাল থাকার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। জানা গিয়েছে, অভিযুক্ত ট্রাফিক পুলিশ কর্মী রাজেশ মণ্ডলকে ইতিমধ্যে ‘ক্লোজ’ করা হয়েছে এবং তাঁকে সংশ্লিষ্ট ট্রাফিক গার্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

অভিযোগ, দশমীর রাতে শ্রীরামপুর বটতলা এলাকায় ডিউটিরত ছিলেন ইনস্পেক্টর রাজেশ মণ্ডল। সেই সময় তাঁর পা টলমল করা দেখে এবং সঠিকভাবে দাঁড়াতে না পারার কারণে সহকর্মীরাই তাঁর বেসামাল অবস্থা লক্ষ্য করেন। স্থানীয় বাসিন্দাদেরও চোখে পড়ে বিষয়টি। মত্ত অবস্থায় এক পুলিশ আধিকারিককে দেখে ঘটনাস্থলে ভিড় জমে যায়। অভিযোগ, উত্তেজিত জনতা ওই পুলিশ কর্মীকে মারধর করারও চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই সহকর্মীরা ইনস্পেক্টরকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান। সেই ঘটনার ভিডিওটিই এখন সমাজমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য।

চন্দননগর পুলিশ সূত্রে খবর, ঘটনার গুরুত্ব বুঝে অভিযুক্ত পুলিশ কর্মীকে অবিলম্বে ক্লোজ করে ট্রাফিক গার্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলেও জানিয়েছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের এক পদস্থ আধিকারিক।

মদ্যপ অবস্থায় ডিউটি করার এই ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপান-উতোর।

এসএফআই হুগলি জেলা কমিটির সম্পাদক অর্ণব দাস তীব্র ধিক্কার জানিয়ে বলেন, “যাঁরা আইনের রক্ষক, তাঁরাই আইন ভাঙছেন। পুলিশের উর্দি পরে মত্ত অবস্থায় ডিউটি করছেন। সমাজটা কোথায় যাচ্ছে!”

বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল এই ঘটনাকে পুলিশ প্রশাসনের দেখা উচিত বলে মন্তব্য করেন। তিনি বলেন, “ওই পুলিশ অফিসারের কাউন্সেলিং দরকার।”

অন্যদিকে, তৃণমূল যুব কংগ্রেসের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী পুলিশকে সমর্থন করে বলেন, “এত বড় একটা উৎসব পুলিশের জন্যই এত সুন্দর ভাবে হয়েছে। একজন পুলিশ কর্মীর জন্য গোটা পুলিশের বদনাম ঠিক নয়। আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশের উপর ভরসা রাখুন।”

একজন দায়িত্বশীল পুলিশ আধিকারিকের এমন আচরণের জেরে প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা ও ডিউটিরত কর্মীদের নৈতিকতা নিয়ে। তদন্তের পর কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy