দক্ষিণ দমদমে সাইকেল রাখা নিয়ে রণক্ষেত্র! প্রোমোটার ও তাঁর ছেলের উপর হামলা, কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা

সাইকেল রাখাকে কেন্দ্র করে রবিবার দুপুরে দক্ষিণ দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পূর্ব সিঁথি রোডে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। স্থানীয় প্রোমোটার তাপস রায় ও তাঁর ছেলে শঙ্কর রায়কে মারধর এবং অফিস-বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে।

এই ঘটনায় নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত প্রোমোটার। তবে তৃণমূল কাউন্সিলর পাল্টা অভিযোগ তুলেছেন, গোটা ঘটনাটিই সাজানো।

প্রোমোটারের অভিযোগ: অফিস ভাঙচুর, বাড়িতে হামলা
আক্রান্ত প্রোমোটার তাপস রায়ের দাবি, রবিবার দুপুর ১২টা নাগাদ ১৩ নম্বর ওয়ার্ডের পূর্ব সিঁথি রোডে স্থানীয় তৃণমূল কাউন্সিলর তন্দ্রা সরকারের অনুগামীদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়।

তিনি বলেন, “আমি অফিস থেকে বেরিয়ে সবাইকে ঠেকানোর চেষ্টা করছিলাম। কিন্তু ওদের লোক এসে আমার অফিস ভাঙচুর করল। আমার বাড়িতেও আক্রমণ করেছিল।” তাপস রায়ের অভিযোগ, বচসার পর আরও কিছু লোক এসে তাঁদের মারধর করে এবং প্রোমোটারের অফিস ভাঙচুর করে।

কাউন্সিলরের পালটা অভিযোগ: তৃণমূল কর্মীকে মারধর
অন্যদিকে, ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তন্দ্রা সরকার প্রোমোটারের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি পাল্টা অভিযোগ করেছেন যে, প্রোমোটারের ছেলেই আগে এক তৃণমূল কর্মীর উপর হামলা চালান।

কাউন্সিলর বলেন, “তৃণমূলের একজন বর্ষীয়ান ব্যক্তি ব্লাড টেস্ট করিয়ে ফিরছিলেন। তিনি তাঁর সাইকেলটি শুধুমাত্র রেখে দাঁড়িয়ে ফোন করছিলেন। কিন্তু সেই সময় প্রোমোটার তাপস রায়ের ছেলে হঠাৎ সেই ব্যক্তিকে আক্রমণ করে। তাঁর বুকে ঘুষি মারা হয়।” তিনি দাবি করেন, প্রোমোটারের গায়ে হাত তোলা হয়নি এবং এই হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও সাজানো।

দুদলের পালটাপালটি অভিযোগে দক্ষিণ দমদমের ওই ওয়ার্ডে তীব্র উত্তেজনা বিরাজ করছে। নাগেরবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy