দক্ষিণ আফ্রিকায় ফের বন্দুকবাজের তাণ্ডব! জোহানেসবার্গে এলোপাথাড়ি গুলিতে খতম অন্তত ৯

দক্ষিণ আফ্রিকায় দুষ্কৃতীদের দাপট ফের একবার চরম রূপ নিল। জোহানেসবার্গের কাছে বেকের্সডাল নামক এক অঞ্চলে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের নির্বিচার গুলিতে অন্তত নয় জন প্রাণ হারিয়েছেন। জোহানেসবার্গ থেকে প্রায় ২৫ মাইল দূরের এই খনি অঞ্চলে রবিবার আচমকাই হামলা চালায় দুষ্কৃতীরা। পুলিশের প্রাথমিক রিপোর্টে ১০ জনের মৃত্যুর কথা বলা হলেও পরে নিহতের সংখ্যা ৯ বলে নিশ্চিত করা হয়েছে।

পুলিশের অনুমান, ঘটনাস্থলের কাছেই একটি পানশালা এবং বড় সোনার খনি থাকায় মদ্যপ খনি শ্রমিকরাই নেশার ঘোরে এই হত্যাকাণ্ড চালিয়ে থাকতে পারে। ঘটনায় আহত বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর প্রিটোরিয়ার এক হস্টেলে বন্দুকবাজের হানায় ৩ বছরের শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছিল। মাত্র ১৫ দিনের ব্যবধানে এই দ্বিতীয় বড় হামলায় দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy