“তৃণমূলে চরম অপমান!”-অর্জুন সিংয়ের উপস্থিতিতেই বড়সড় দলবদল ব্যারাকপুরে

উত্তর ২৪ পরগনার রাজনৈতিক সমীকরণ ফের ওলটপালট হতে চলেছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই ব্যারাকপুরের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী ও তাঁর স্বামী মৃন্ময় কাশ্যপী দলবদলের চূড়ান্ত ঘোষণা করলেন। রবিবার খোদ বিজেপি নেতা অর্জুন সিংকে পাশে বসিয়েই তৃণমূল ত্যাগের কথা জানান তাঁরা।

কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, “তৃণমূলে আমরা যে ভাবে লাঞ্ছিত ও অপমানিত হয়েছি, তা অসহ্য। কাউন্সিলর হয়েও দলে কোনো যোগ্য সম্মান পাচ্ছিলাম না।” অন্যদিকে, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের একসময়ের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত মৃন্ময় কাশ্যপী আরও চাঁছাছোলা আক্রমণ শানান। তিনি বলেন, “চোরের ছায়াসঙ্গী কেউ থাকতে চায় না। উনি খাদ্যমন্ত্রী হয়ে গরিবের চাল চুরি করেছেন।”

অর্জুন সিং জানান, পৌষ মাস কাটলেই এই দম্পতি আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ দেবেন। তিনি আরও দাবি করেন, কেবল এই দম্পতিই নন, তৃণমূলের আরও অনেক হেভিওয়েট নেতাই এখন বিজেপির দরজায় কড়া নাড়ছেন। সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কাজ না করা কাউন্সিলরদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার রেশ কাটতে না কাটতেই ব্যারাকপুরের এই ঘটনা শাসক শিবিরের অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দিল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy