তামিলনাড়ু বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনেই নজিরবিহীন সংঘাত। রাজ্য সরকার ও রাজভবনের দীর্ঘদিনের দ্বন্দ্ব এবার চরমে পৌঁছাল। মঙ্গলবার অধিবেশন শুরু হতেই প্রথাগত ভাষণ না দিয়েই কক্ষত্যাগ করেন রাজ্যপাল আরএন রবি। তাঁর অভিযোগ, বিধানসভার ভেতরে জাতীয় সঙ্গীতকে “অসম্মান” করা হয়েছে এবং ভাষণের সময় বারবার তাঁর মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়েছে।
রাজভবন থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে যে, রাজ্য সঙ্গীত বাজানোর সময় জাতীয় সঙ্গীতকে যে মর্যাদা দেওয়া উচিত ছিল, তা দেওয়া হয়নি। এটি সংবিধান নির্দেশিত মৌলিক কর্তব্যের পরিপন্থী। পাশাপাশি, রাজ্য সরকারের তৈরি করে দেওয়া ভাষণে প্রচুর “তথ্যগত ভুল” এবং “বিভ্রান্তিকর দাবি” রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বিশেষ করে স্ট্যালিন সরকারের ১২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আকর্ষণের দাবিকে ‘বাস্তবতা থেকে কয়েক আলোকবর্ষ দূরে’ বলে কটাক্ষ করেছেন রাজ্যপাল।
রাজভবনের পরিসংখ্যান অনুযায়ী, তামিলনাড়ু প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের দৌড়ে চতুর্থ স্থান থেকে পিছিয়ে এখন ষষ্ঠ স্থানে রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদল ডিএমকে (DMK) এবং রাজভবনের মধ্যে রাজনৈতিক লড়াই নতুন মাত্রা পেয়েছে। বিরোধীরা বিষয়টিকে গণতন্ত্রের অপমান বলে সরব হলেও, বিশেষজ্ঞদের মতে এই সংঘাত আগামী দিনে তামিলনাড়ুর প্রশাসনিক কাজে বড়সড় জটিলতা তৈরি করতে পারে।