ডিভোর্সের পরেও হাতে হাত ধরে একসঙ্গে! প্রাক্তন স্ত্রী পৃথার সঙ্গে ফিরলেন সুদীপ, গুঞ্জন টলিপাড়ায়

টলিপাড়ায় সম্পর্কের ভাঙা-গড়ার খেলা নতুন নয়। সম্প্রতি অঙ্কিতা ও প্রান্তিকের বিচ্ছেদের খবরের মধ্যেই এবার চর্চায় উঠে এলেন আরও এক তারকা জুটি— সুদীপ মুখোপাধ্যায় ও পৃথা চক্রবর্তী। এই দম্পতিটি একেবারেই অন্য পথে হেঁটেছেন। কাগজে-কলমে তাঁদের বিচ্ছেদ হয়ে গেলেও, তাঁদের একসঙ্গে দেখলে তা বোঝার উপায় নেই। একাধিক অনুষ্ঠানে তাঁরা একসঙ্গে উপস্থিত হন, যা নিয়ে আলোচনা-চর্চা চললেও তাতে তাঁদের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সম্প্রতি অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের ছেলে বিহুর বিয়ের রিসেপশনেও সুদীপ মুখোপাধ্যায় ও তাঁর প্রাক্তন স্ত্রী পৃথা চক্রবর্তীকে হাতে হাত ধরে প্রবেশ করতে দেখা গেল।

কয়েক মাস আগেই পৃথা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে স্পষ্ট জানিয়ে দেন যে সুদীপ এবং তিনি আর একসঙ্গে থাকছেন না। এই খবর নিয়ে জলঘোলা শুরু হতেই সুদীপ প্রথমে একটি ভিডিও করে জানান, পৃথা মজা করছিলেন এবং তিনি ভাবেননি বিষয়টি এতদূর গড়াবে। যদিও দু’দিন পরই তিনি আবার নিশ্চিত করেন, বিচ্ছেদ সত্যি। বর্তমানে তাঁদের ডিভোর্স হয়ে গিয়েছে, এই কথা ইন্ডাস্ট্রির কারও অজানা নয়। মাঝে শোনা গিয়েছিল, সন্তানের কথা ভেবে ডিভোর্সের পরও তাঁরা একসঙ্গে থাকছেন। পরে জানা যায়, তাঁদের ছাদ আলাদা হয়েছে। তবে পৃথার সঙ্গে সুদীপের নিয়মিত যোগাযোগ ছিল। কিন্তু খরাজ-পুত্রের বিয়েতে তাঁদের একসঙ্গে এবং একে-অপরের হাত ধরে রিসেপশন পার্টিতে আসতে দেখে জল্পনা তুঙ্গে।

সম্পর্কের নতুন মোড়?

দুর্গাপুজোর পর থেকেই টলিপাড়ায় গুঞ্জন শুরু হয়েছিল যে সুদীপ ও পৃথা হয়তো আবার একসঙ্গে থাকতে শুরু করেছেন। সেই সময় দু’জনের কেউই এই বিষয়ে মুখ খোলেননি। তবে সাম্প্রতিককালে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর মনে করা হচ্ছে যে, তাঁদের মধ্যেকার সব রাগ-অভিমান হয়তো এবার দূর হয়ে গিয়েছে। জানা গিয়েছে, দুই সন্তানের কথা ভেবেই সুদীপ ও পৃথা আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগেও তাঁরা একাধিকবার একসঙ্গে প্রকাশ্যে এসেছিলেন, যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল।

সুদীপ নিজেই একসময় জানিয়েছিলেন যে, তাঁর ও পৃথার রাস্তা আলাদা হয়েছে ঠিকই, কিন্তু এটি তাঁদের একান্ত ব্যক্তিগত বিষয় এবং তাঁরা দু’জন দু’জনকে যথেষ্ট সম্মান করেন। ডিভোর্সের পরেও তাঁরা সন্তানের দায়িত্ব সমানভাবেই পালন করে চলেছেন। উল্লেখ্য, এর আগে অভিনেত্রী দামিণী বেণি বসুর সঙ্গে আট বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছিলেন সুদীপ। ২০১৩ সালে বিবাহবিচ্ছেদের পর ২০১৫ সালে তিনি পৃথার সঙ্গে নতুন জীবন শুরু করেন। এবার টলিপাড়ার প্রাক্তন জুটি রাহুল-প্রিয়াঙ্কার পথে হেঁটেই সুদীপ ও পৃথা ফের একসঙ্গে পথচলা শুরু করলেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy