সমুদ্রের উপর থেকে ফেলা বোমাও এবার উড়ে গিয়ে আঘাত হানতে পারবে বহু দূরের কোনও দ্বীপে! তবে কীভাবে? বোমার কি ডানা আছে?
আসলে এই বোমাটি উড়তে উড়তে পাখিদের মতো মাঝে মাঝে ডানা ঝাপটানো বন্ধ করে আকাশে ভেসে থাকতে পারে। একে বলা হয় গ্লাইড বোমা। আর এবার এই ভাসমান গ্লাইড বোমা সফলভাবে তৈরি করে ফেলল ভারতের ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)।
বৈশিষ্ট্য ও গুরুত্ব:
-
নামকরণ: ডিআরডিও এই ভাসমান বোমার নাম দিয়েছে ‘গৌরব’।
-
কার্যকারিতা: এই ‘গৌরব’ বোমাটি শর্ট রেঞ্জ মিসাইলের মতোই কাজ করবে। এটি সীমান্ত থেকে নিক্ষেপ করলে উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে।
-
অর্থনৈতিক সুবিধা: সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই গ্লাইড বোমা মিসাইলের তুলনায় অনেক কম খরচেই তৈরি করা যাবে।
ডিআরডিও-র এই নতুন আবিষ্কার ভারতীয় সেনার সামরিক সক্ষমতা এবং গৌরব আরও বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে।