ডায়ালে ১৯৪৭-এর এক টাকার কয়েন, দাম ৬০ হাজার! মোদির হাতে বার বার দেখা যাওয়া ‘রোমান বাঘ’ ঘড়ি নিয়ে চর্চা তুঙ্গে

নয়াদিল্লি। রাজনীতি পেশা হলেও, পোশাক-পরিচ্ছদ সম্পর্কে অত্যন্ত সচেতন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ১০ লাখি স্যুট বা ১ লাখি কলমের পর এবার তাঁর হাতের ঘড়ি নিয়ে চর্চা তুঙ্গে। সম্প্রতি মোদির হাতে একটি বিশেষ ঘড়ি বার বার দেখা গিয়েছে, যার বিশেষত্ব এবং দাম নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে।

🌟 ঘড়ির বিশেষত্ব: দেশীয় ঐতিহ্য ও বাঘের প্রতীক

 

মোদির হাতে দেখা যাওয়া ঘড়িটির ডায়ালে ১৯৪৭ সালের এক টাকার কয়েন বসানো রয়েছে। রুপোলি কয়েনটির ওপর খোদাই করা রয়েছে একটি সোনালি বাঘ, যা হেঁটে যাওয়ার ভঙ্গিতে ফুটিয়ে তোলা হয়েছে।

  • ঐতিহাসিক তাৎপর্য: ১৯৪৭ সালের এক টাকার কয়েনটি ভারতের স্বাধীনতাপ্রাপ্তি এবং নিজের পরিচয়ে পথ চলা শুরুর প্রতীক।

  • ‘মেক ইন ইন্ডিয়া’র প্রতীক: বাঘটিকে হেঁটে যাওয়ার ভঙ্গিতে ফুটিয়ে তোলা হয়েছে, যা বোঝায় আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে দেশ এগিয়ে চলেছে। এটি প্রধানমন্ত্রী ঘোষিত ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পেরও প্রতীক।

🇮🇳 ‘জয়পুর ওয়াচ কোম্পানি’ এবং ‘রোমান বাঘ’

 

মোদির এই ঘড়িটি কোনও বিদেশি সংস্থার তৈরি নয়, বরং ভারতীয় সংস্থা ‘জয়পুর ওয়াচ কোম্পানি’র তৈরি। ঘড়িটির নাম ‘রোমান বাঘ’, যা ভারতীয় ঐতিহ্য এবং গর্ব ফুটিয়ে তোলে। সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে একাধিকবার মোদির হাতে এই ঘড়িটি দেখা গিয়েছে। গত ১৫ নভেম্বর সার্ধশতবর্ষে বিরসা মুন্ডাকে শ্রদ্ধার্ঘ অর্পণের সময়ও মোদি এই ঘড়িই পরেছিলেন।

ঘড়ির কারিগরি ও দাম:

  • ডিজাইন: চামড়ার কালো ব্যান্ডের উপর ৪৩ মিমি স্টেনলেস স্টিলের ডায়াল রয়েছে।

  • নাম: রোমান হরফে সংখ্যা লেখা এবং সোনালি বাঘ থাকার কারণে এটির নাম রাখা হয়েছে ‘রোমান বাঘ’।

  • প্রযুক্তি: ঘড়িতে জাপানের মিয়োটা মুভমেন্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

  • দাম: ঘড়িটির দাম ৫৫,০০০ থেকে ৬০,০০০ টাকার মধ্যে। এটি সোনালি ও রুপোলি, দুই রঙেই এবং দেবনাগরীতে লেখা সংখ্যার ডায়ালেও কিনতে পাওয়া যায়।

‘জয়পুর ওয়াচ কোম্পানি’র প্রতিষ্ঠাতা গৌরব মেহতা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর হাতে তাঁদের তৈরি ঘড়ি দেখে বহু মানুষ কৌতূহলী হয়ে পড়েছেন। তাঁর বক্তব্য, “স্বদেশিয়ানা ভাবে যখন আবারও উত্তাল দেশ, সেই সময় ভারতীয় সংস্থার তৈরি ঘড়ি বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী। শীঘ্রই ভারতীয় লাক্সারি পণ্যের জনপ্রিয়তা বাড়বে।” এর আগে অমিতাভ বচ্চন, রফতার, এবং এড শিরানও এই সংস্থার ঘড়ি ব্যবহার করেছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy