টানা কয়েকদিনের রক্তক্ষরণ শেষে অবশেষে স্বস্তির নিশ্বাস শেয়ার বাজারে। শনির দশা কাটিয়ে বৃহস্পতিবার উর্ধ্বমুখী ভারতের দালাল স্ট্রিট। এদিন বাজার খুলতেই সেনসেক্স ৮০০ পয়েন্টের বেশি লাফ দেয়, পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও। বাজার বিশেষজ্ঞদের মতে, এই হঠাৎ তেজি হওয়ার নেপথ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কী ম্যাজিক দেখালেন ট্রাম্প? সুইৎজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে একটি সাংবাদিক বৈঠকে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের ‘বন্ধু’ এবং ‘ভালো মানুষ’ বলে অভিহিত করেন। পাশাপাশি তিনি স্পষ্ট ইঙ্গিত দেন যে, ভারত ও আমেরিকার মধ্যে খুব শীঘ্রই একটি বড়সড় বাণিজ্য চুক্তি সম্পন্ন হতে চলেছে। ট্রাম্পের এই ইতিবাচক বার্তার পরই লগ্নিকারীদের আত্মবিশ্বাস তুঙ্গে ওঠে এবং বাজারে আছড়ে পড়ে বিনিয়োগের জোয়ার।
কতটা বাড়ল সূচক? এদিন সেনসেক্স ৮২৪৫৯ পয়েন্টে যাত্রা শুরু করে দ্রুত ৮০০ পয়েন্ট বেড়ে ৮২৭১৪ পয়েন্টে পৌঁছে যায়। অন্যদিকে, নিফটি ২৫০ পয়েন্ট লাফিয়ে ২৫৪১২ পয়েন্টের গণ্ডি স্পর্শ করে। গত কয়েকদিনের লোকসান সামাল দিয়ে বাজার এখন অনেকটাই স্থিতিশীল।
লক্ষ্মীলাভ কোন কোন স্টকে? বাণিজ্য চুক্তির খবরের পর সবথেকে বেশি লাভবান হয়েছে SBI (২.৫০%), এশিয়ান পেইন্টস (২.৪০%), আদানি পোর্টস (২.২০%) এবং টাটা স্টিল (১.৯০%)। মিডক্যাপ সেগমেন্টে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও অশোক লেল্যান্ড ৪ শতাংশের বেশি বেড়েছে। তবে সবাইকে চমকে দিয়ে লোটাস চকোলেট ও র্যালিশের শেয়ার বেড়েছে প্রায় ১১ শতাংশ।