নয়াদিল্লি: ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিল ২২ গজে এক অবিশ্বাস্য রেকর্ড গড়লেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে তিনি কেরিয়ারের দশম টেস্ট সেঞ্চুরি (১২৯ অপরাজিত, ১৯৬ বলে) হাঁকিয়েছেন। এই সেঞ্চুরির হাত ধরেই তিনি এক ক্যালেন্ডার বর্ষে ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বাধিক সেঞ্চুরির ক্ষেত্রে বিরাট কোহলির এলিট রেকর্ড স্পর্শ করলেন!
মাত্র ২৬ বছর বয়সী গিল, যিনি এ বছরই রোহিত শর্মার কাছ থেকে টেস্ট ক্যাপ্টেন্সির দায়িত্ব নিয়েছেন, এটি তাঁর চলতি বছরে পঞ্চম টেস্ট সেঞ্চুরি। এর আগে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চারটি শতরান (একটি ডাবল সেঞ্চুরি সহ) করেছিলেন। এই নিয়ে মাত্র ৭টি টেস্টে অধিনায়কত্ব করে ১২টি ইনিংসে তাঁর সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ৫-এ। বর্তমানে ক্যাপ্টেন গিল তাঁর নেতৃত্বে ৯৩৩ রান করেছেন, যেখানে তাঁর দুর্দান্ত ব্যাটিং গড় ৮৪.৮১!
এর আগে এই কৃতিত্ব ছিল শুধুমাত্র বিরাট কোহলির দখলে। কোহলি ২০১৭ সালে (১টি বাংলাদেশের বিরুদ্ধে এবং ৪টি শ্রীলঙ্কার বিরুদ্ধে) এবং ২০১৮ সালে (৪টি বিদেশে সহ)—এই দু’বারই অধিনায়ক হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে ৫টি করে টেস্ট সেঞ্চুরি করেছিলেন। এর মধ্যে কোহলির ২০১৭ সালের ৫টি সেঞ্চুরির মধ্যে ৩টিই ছিল দ্বিশতক।
শুবমান গিল তাঁর অভিষেক বছরেই কিং কোহলির এই দারুণ রেকর্ডের সমকক্ষ হলেন, যা ভারতীয় ক্রিকেটে তাঁর নেতৃত্বের উত্থানের এক স্পষ্ট বার্তা দিচ্ছে। ভারত তাদের প্রথম ইনিংস ৫ উইকেটে ৫১৮ রানে ডিক্লেয়ার করেছে।