“টিকিট শেষ ১ মিনিটে! বিরাট-রুতুরাজদের ওপর চাপ, ফাইনাল ODI-তে কী চমক দেবে টিম ইন্ডিয়া?”

আজ, শনিবার ডা: ওয়াইএস রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে (ODI) সিরিজের অন্তিম তথা ‘ফয়সলার’ ম্যাচ। দুপুর দেড়টায় শুরু হতে চলা এই ম্যাচে যে দল জিতবে, সিরিজ ট্রফি তাদের হাতেই উঠবে। তাই ভারতীয় একাদশে কারা সুযোগ পান, সেই দিকেই চোখ রয়েছে ক্রিকেটপ্রেমীদের।

প্রথম ম্যাচে রাঁচিতে ১৭ রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে রায়পুরে ৪ উইকেটে হেরে ছন্দপতন ঘটে ভারতের। ফলে ১-১ সমতায় ফিরেছে সিরিজ। এমন পরিস্থিতিতে, আজ বিশাখাপত্তনমের ম্যাচটি দুই দলের জন্যই কার্যত মরণ-বাঁচন লড়াই।

পরিবর্তনের সম্ভাবনা কম, নজরে কোহলি-রুতুরাজ

বিশেষজ্ঞরা মনে করছেন, গত ম্যাচে হারের পরেও আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলে পরিবর্তনের সম্ভাবনা কম। এর অর্থ হলো, নীতীশ কুমার রেড্ডি, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল এবং তিলক ভার্মার মতো তারকারা আজও হয়তো মাঠে নামতে পারছেন না। এই ম্যাচেও রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালের সঙ্গে আলাদা করে নজর থাকবে বিরাট কোহলির ওপর, যিনি রাঁচিতে সেঞ্চুরি করে ফ্যানদের আশা বহুগুণ বাড়িয়েছেন।

পাশাপাশি, রায়পুরে চার নম্বরে ব্যাট করতে নেমে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানো রুতুরাজ গায়কোয়াড়ের থেকেও বড় রান আশা করা হচ্ছে।

তবে, ভারতীয় দলের বোলিং আক্রমণ নিয়ে যথেষ্ট আলোচনার অবকাশ রয়েছে। আগের ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণা ৮৫ রান দিয়েছেন, এবং ডেথ ওভারে বোলারদের ব্যর্থতাই ভারতের হারের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। এই দুর্বলতা কাটিয়ে ওঠাই টিম ইন্ডিয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সম্ভাব্য ভারতীয় একাদশ (Playing XI): যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, কে এল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং এবং প্রসিদ্ধ কৃষ্ণা।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিৎজকে, রায়ান রিকেলটন, ডিওয়াল্ড ব্রিউইশ, মার্কো জানসেন, করবিন বশ, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, ওটনিয়েল বার্টম্যান।

বিরাটের সেঞ্চুরিতে নিমেষে শেষ টিকিট স্টেডিয়াম সূত্রে খবর, প্রাথমিকভাবে টিকিটের তেমন চাহিদা না থাকলেও, বিরাট কোহলি রাঁচিতে সেঞ্চুরি করার পরই নিমেষের মধ্যে সমস্ত টিকিট বিক্রি হয়ে যায়। তাই আশা করা যায়, আজকের ম্যাচে মাঠ সম্পূর্ণ ভরা থাকবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy