একটানা বৃষ্টিতে যখন জনজীবন বিপর্যস্ত, তখন আলিপুর আবহাওয়া দফতর আরও উদ্বেগের খবর শোনাল। এখনই বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, বরং আগামী ৪৮ ঘণ্টায় অতি ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যজুড়ে। এর ফলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের পরিস্থিতি:
আজ ও আগামীকাল উত্তরবঙ্গের পাঁচ জেলা – দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এবং জলপাইগুড়িতে – অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা এমনিতেই জলের তলায়, তার উপর আগামী ৪৮ ঘণ্টায় প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ কমবেশি ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, যা স্বাভাবিকভাবেই পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।
কেন এই পরিস্থিতি?
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে থাকা ঘূর্ণাবর্তটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গেয় বঙ্গ ও ওড়িশা উপকূলের মাঝামাঝি অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবেই রাজ্যে এই লাগাতার বৃষ্টিপাত হচ্ছে।
রাজ্যের বর্তমান অবস্থা:
গত কয়েক সপ্তাহের টানা বৃষ্টিতে পশ্চিমাঞ্চলের জেলাগুলির অবস্থা আরও সঙ্গীন হয়েছে। হুগলি ও পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকা বানভাসি। এমনই ভয়াবহ পরিস্থিতি যে কোথাও কোথাও ভেলায় ভাসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মৃতদেহ, যা এক মর্মান্তিক দৃশ্য।
কলকাতার বেহাল দশা:
মহানগরী কলকাতার অবস্থাও শোচনীয়। শহরের রাস্তাঘাট ক্রমশ বেহাল হয়ে পড়ছে। পিচের আস্তরণ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে, যা যান চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টি করছে। বৃষ্টি না কমলে এই পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই।
সব মিলিয়ে, টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাংলার জনজীবন। আগামী ৪৮ ঘণ্টায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।