জাতীয় পুরস্কার নিয়ে বিতর্ক! শাহরুখের জয় প্রসঙ্গে মুখ খুললেন রানি মুখোপাধ্যায়, বললেন, “সমালোচনা হলে সেই পুরস্কারের আর দাম থাকে না…

দীর্ঘ তিন দশকের অভিনয় জীবনে এই প্রথমবার জাতীয় পুরস্কার পেলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। সম্প্রতি দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত ৭১তম জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে’ ছবিতে তাঁর অনবদ্য অভিনয়ের জন্য তিনি ‘সেরা অভিনেত্রী’র সম্মান জিতে নেন।

রানির এই ঐতিহাসিক জয় সর্বসম্মতভাবে প্রশংসিত হলেও, তাঁর সহকর্মী শাহরুখ খানের (যিনি ‘জাওয়ান’-এর জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন) জয় নিয়ে কিছু মহলে বিতর্ক তৈরি হয়েছিল। এই প্রসঙ্গে পুরস্কারের গুরুত্ব এবং বিতর্ক নিয়ে মুখ খুললেন বঙ্গ-তনয়া রানি।

“গোটা দেশ উচ্ছ্বসিত হলে পরিপূর্ণতা আসে”
জাতীয় পুরস্কার জেতা একজন তারকার জন্য কতটা গুরুত্বপূর্ণ, এই প্রশ্ন নিয়ে সংবাদ সংস্থা ANI-এর সঙ্গে কথা বলেন রানি। তিনি জানান, তিন দশক পরে এই জয় তাঁর কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। রানি মনে করেন, তাঁর এবং শাহরুখ খানের জয়ে “গোটা দেশের মানুষ উচ্ছ্বসিত হয়েছে।”

পুরস্কারের গ্রহণযোগ্যতা প্রসঙ্গে রানি তাঁর অনুভূতির কথা বলেন:

“এর থেকে ভাল অনুভূতি আর কিছু হয় না। কারণ আপনি যখন কোনো পুরস্কার জেতেন আর লোকেরা এর সমালোচনা করে, তখন ওই জয়ের আর কোনো মূল্য থাকে না। কিন্তু যখন গোটা দেশ মনে করে আপনি এই জয়ের যোগ্য, সকলে মিলে উচ্ছ্বসিত হয়, তখন আপনি পরিপূর্ণ বোধ করেন।”

দর্শকের জন্যই কঠোর পরিশ্রম
জাতীয় পুরস্কার ছাড়াও অন্যান্য পুরস্কারের গুরুত্ব নিয়ে রানি স্পষ্ট করে বলেন যে তাঁর কাছে সবকিছুই গুরুত্বপূর্ণ। তিনি জানান, তিনি তাঁর দর্শকদের জন্য কাজ করেন এবং তাঁদের মুগ্ধ করার জন্যই তিনি কঠোর পরিশ্রম করেন।

অভিনেত্রী আরও বলেন, “যখন আমি কোনও পুরস্কার পাই, এটি তাঁদের (ভক্তদের) খুশি করে এবং এটি তাঁদের আমার ভক্ত হতে পেরে গর্বিত করে। সুতরাং, অবশ্যই, একটি পুরষ্কার জেতা বিশেষ অনুভূতি দেয়।”

উল্লেখ্য, রানি মুখোপাধ্যায় এর আগে বেশ কয়েকটি ফিল্মফেয়ার পুরস্কার জিতলেও, এটি তাঁর প্রথম জাতীয় পুরস্কার, যা নিঃসন্দেহে তাঁর কর্মজীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy