জলজ্যান্ত মানুষ অথচ সরকারি খাতায় ‘মৃত’! বন্ধ হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার?

তিনি খাচ্ছেন, দাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন—অথচ নির্বাচন কমিশনের নথিতে তিনি এখন কেবলই একটি ‘মৃতদেহ’! বাঁকুড়া শহরের ১৭ নম্বর ওয়ার্ডের পাটপুর এলাকার বাসিন্দা ৫৮ বছর বয়সি আরতি সহিসের এই আজব অভিজ্ঞতায় শোরগোল পড়ে গিয়েছে জেলাজুড়ে। রাজ্যে ভোটার তালিকার বিশেষ পুনরীক্ষণ (SIR) প্রক্রিয়া শুরু হতেই প্রকাশ্যে এসেছে এই ভয়ঙ্কর গাফিলতি।

যেভাবে প্রকাশ্যে এল ঘটনা

আরতি দেবীর পরিবারে মোট ৬ জন ভোটার। নিয়ম মেনে পরিবারের সকলেই একসঙ্গে এনুমারেশান ফর্ম পূরণ করেছিলেন। কিন্তু কমিশনের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতেই চক্ষু চড়কগাছ পরিবারের সকলের। দেখা যায়:

  • পরিবারের বাকি ৫ জনের নাম তালিকায় ঠিকঠাক থাকলেও উধাও আরতি দেবীর নাম।

  • খোঁজখবর নিতে গিয়ে দেখা যায়, তাঁকে বুথের ‘মৃত ভোটার’ (Dead Voter List) তালিকায় নথিভুক্ত করা হয়েছে।

উদ্বেগে ঘুম উড়েছে আরতির: বন্ধ হবে কি সরকারি সুবিধা?

শুধুমাত্র ভোটাধিকার হারানো নয়, আরতি সহিসের বড় চিন্তা এখন তাঁর পরিচয়পত্র নিয়ে। তিনি বলেন,

“আমি তো বেঁচে আছি, তাহলে মৃত হলাম কীভাবে? ভোট দিতে না পারি ক্ষতি নেই, কিন্তু রেশন বা লক্ষ্মীর ভাণ্ডার যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা খাব কী?”

উল্লেখ্য, সরকারি নথিতে মৃত হিসেবে চিহ্নিত হলে আধার কার্ড ও ব্যাঙ্কিং লেনদেনেও জটিলতা তৈরি হতে পারে, যার ফলে বন্ধ হতে পারে একাধিক প্রকল্পের টাকা।

শুরু রাজনৈতিক তরজা

এই ঘটনা প্রকাশ্যে আসতেই একে অপরকে বিঁধতে শুরু করেছে যুযুধান দুই পক্ষ।

  • তৃণমূলের অভিযোগ: শাসকদলের দাবি, ভুয়ো ভোটার সরানোর নামে পরিকল্পিতভাবে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে নির্বাচন কমিশন। প্রশাসনিক ব্যর্থতার দায় কমিশনকেই নিতে হবে।

  • বিজেপির পাল্টা: গেরুয়া শিবিরের মতে, স্থানীয় স্তরে ভোটার তালিকা সংশোধনের সময় গাফিলতির ফলেই এমন বিপত্তি। এর দায় থেকে শাসকদলও মুক্ত নয়।

এখন উপায় কী?

নির্বাচন কমিশন সূত্রে খবর, খসড়া তালিকায় নাম বাদ পড়লে বা ভুল থাকলে ‘দাবি ও আপত্তি’ (Claims and Objections) জানানোর সুযোগ রয়েছে। আরতি সহিস ও তাঁর পরিবার ফের আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন। তবে প্রশ্ন উঠছে, ডিজিটাল ইন্ডিয়ার যুগে এমন ‘মারাত্মক’ ভুল কীভাবে সম্ভব?

এডিটরের নোট: বাঁকুড়ার এই ঘটনা প্রশাসনের বিশ্বাসযোগ্যতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। একজন জীবিত মানুষকে মৃত প্রমাণ করার লড়াই যে কতটা কঠিন হতে পারে, আরতি দেবীই তার জলন্ত প্রমাণ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy