ছাত্রী গণধর্ষণ কাণ্ডে কলকাতা হাইকোর্টে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ! পরীক্ষা চলাকালীন কেন নিরাপত্তা চাইল কলেজ?

দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রী গণধর্ষণের ঘটনায় এবার নতুন মোড় নিল। কলেজের বাইরে বিক্ষোভের মুখে পড়ে নিরাপত্তার দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিচারপতি শম্পা দত্ত পালের বেঞ্চে কলেজ কর্তৃপক্ষ মামলা দায়ের করার অনুমতি পেয়েছে। আগামী ১৬ অক্টোবর এই মামলার শুনানি হবে।

হাইকোর্টের কাছে নিরাপত্তা চাইল কলেজ
আইনজীবী সব্যসাচী ব্যানার্জি বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন, “কলেজে পরীক্ষা চলছে। বাইরে অনেক মানুষের জমায়েত। এই পরিস্থিতিতে কলেজের নিরাপত্তা জোরদার করার জন্য পুলিশের সাহায্য প্রয়োজন।” কলেজের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখতে হাইকোর্টের হস্তক্ষেপ প্রার্থনা করেছে বেসরকারি মেডিক্যাল কলেজ।

ঘটনাস্থল পুনর্নির্মাণে পুলিশ
অন্যদিকে, মামলার তদন্ত দ্রুত গতিতে এগিয়ে নিতে পদক্ষেপ করেছে পুলিশ। ডিসিপি অভিষেক গুপ্তার নেতৃত্বে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করে। হাসপাতালের গেট থেকে মূল ঘটনাস্থল পরাণগঞ্জের জঙ্গল পর্যন্ত হেঁটে পুরো এলাকা ঘুরে দেখেন ডিসিপি এবং তাঁর টিম।

পুলিশ সূত্রে জানা গিয়েছে:

পুনর্নির্মাণ: একজন অভিযুক্ত বা নিগৃহীতা মেয়েটির বিশেষ বন্ধুকে নিয়ে পুলিশ জঙ্গলের এলাকাটি হেঁটে দেখেছে। এর মাধ্যমে ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে।

সূত্রের খোঁজ: পুলিশের সন্দেহ, ওই এলাকাতেই ঘটনার সঙ্গে যুক্ত একাধিক গুরুত্বপূর্ণ সূত্র লুকিয়ে থাকতে পারে।

অভিযান: দুর্গাপুরের নিউ টাউনশিপ এবং দুর্গাপুর থানার পুলিশের যৌথ টিম এই অভিযানে উপস্থিত ছিল। স্থানীয়দের একাংশকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

পুলিশের দাবি, এই অভিযানের মাধ্যমে তদন্ত আরও এগিয়ে যাবে এবং ঘটনার পেছনের আসল রহস্য শিগগিরই উন্মোচিত হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy