মরশুমের শুরুটা ভালো হলেও, সময় যত গড়াচ্ছে, পারফরম্যান্সের গ্রাফ ততই নিম্নমুখী হচ্ছে রিয়াল মাদ্রিদের। সব ধরনের প্রতিযোগিতায় শেষ আট ম্যাচে মাত্র দুটি জয়—’লস ব্ল্যাঙ্কস’ শিবিরের এই সাম্প্রতিক পারফরম্যান্স কোনোভাবেই তাদের নামের সঙ্গে মানানসই নয়। রিয়ালের এই খারাপ পারফরম্যান্সের সুযোগ নিয়ে লা লিগার শীর্ষস্থানে এখন জাঁকিয়ে বসেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। এই পরিস্থিতিতে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় পরাজয় হজম করে রিয়াল মাদ্রিদ নেমে এলো পয়েন্ট তালিকার সপ্তম স্থানে। তবে জোর জল্পনা সত্ত্বেও, ম্যানচেস্টার সিটির কাছে হারের পর এখনই চাকরি যাচ্ছে না ম্যানেজার জাবি আলোন্সোর। বিবিসি (BBC) সূত্রের রিপোর্টে তেমনটাই দাবি করা হয়েছে।
কোচের হটসিটে সময় পেলেন আলোন্সো
সিটির বিরুদ্ধে অপ্রত্যাশিত ফলাফলের কারণে রিয়াল মাদ্রিদ কোচের চাকরি যেতে পারে বলে জোরালো জল্পনা ছিল বিভিন্ন মহলে। কিন্তু বিবিসি’র রিপোর্ট অনুযায়ী, আপাতত সেই সম্ভাবনা নেই। যা পরিস্থিতি তাতে ম্যানেজারের হটসিটে ক্লাবের প্রাক্তন ফুটবলার জাবি আলোন্সো লা লিগার পরবর্তী ম্যাচ পর্যন্ত সময় পাচ্ছেন। তবে আগামী রবিবার অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট নষ্ট হলে শেষমেশ আলোন্সোর ওপর কোপ পড়তে পারে বলে বিবিসি রিপোর্টে জানানো হয়েছে।
গত রবিবার সেল্টা ভিগোর বিরুদ্ধে হারের পরই আলোন্সোর বিকল্প খুঁজতে কার্যকরী কমিটি আলোচনায় বসেছিল। ফলত, লা লিগার পরবর্তী ম্যাচে খারাপ ফলাফলের পর রিয়াল থেকে আলোন্সো বিদায় নিলে অবাক হওয়ার কিছু থাকবে না।
এমবাপেকে ছাড়াই লড়াই, কিন্তু বিতর্কিত পেনাল্টিতে হার
ম্যান সিটির বিরুদ্ধে ঘরের মাঠে বুধবার শুরুটা ভালোই করেছিল রিয়াল। হাঁটুর সমস্যার কারণে এদিন ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে ছাড়াই একাদশ সাজিয়েছিলেন জাবি আলোন্সো। তাঁর পরিবর্তে শুরু করেন গন্সালো গার্সিয়া। রড্রিগোর সৌজন্যে প্রথম গোল তুলে নেয় রিয়াল। জুড বেলিংহ্য়ামের বাড়ানো বল ধরে দুরূহ কোণ থেকে জালে বল রাখেন এই ব্রাজিলিয়ান তারকা।
তবে সাত মিনিট বাদে কর্নার থেকে সমতায় ফেরে সিটি। সুযোগের সদ্ব্যবহার করে স্কোর ১-১ করেন নিকো ও’রেইলি। প্রথমার্ধের শেষদিকে ফের পেনাল্টি হজম করে বসে হোম টিম। বক্সের মধ্যে আন্তোনিয়ো রুডিগার অবৈধ উপায়ে আর্লিং হ্যালান্ডকে বাধা দিলে ভিএআরের সাহায্য নিয়ে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্পটকিক থেকে সিটিকে এগিয়ে দেন হ্যালান্ড। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতে নেয় সফরকারী দল।
হারের ফলে ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সাতে নামল রিয়াল মাদ্রিদ। যদিও ম্যাচ হেরে দলের ফুটবলারদের প্রশংসা করেন জাবি আলোন্সো। তাঁর কথায়, “আরও একটা হার হজম করা সত্যিই কঠিন, তবে আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। ছেলেরা তাঁদের সেরাটা উজাড় করে দিয়েছে, তাই আমার তরফে কোনও অভিযোগ নেই।”