চুরি নয়, বরং রক্ষা করেছেন মমতা! আইপ্যাক কাণ্ডে ইডি-কে ‘বিজেপির এজেন্ট’ বলে তোপ তৃণমূল মুখপাত্রের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডির ফাইল ‘চুরি’র অভিযোগ ঘিরে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক তখনই পাল্টা বোমা ফাটালেন তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী কোনও নথি চুরি করেননি, বরং বিজেপির নির্দেশমতো ইডি যে ‘নথি চুরির’ ছক কষেছিল, তা রুখে দিয়েছেন মমতা।

আইপ্যাক কাণ্ডে নতুন মোড় সম্প্রতি আইপ্যাক (I-PAC) দফতরে ইডির হানা এবং সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল নিয়ে বেরিয়ে আসা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। বিষয়টি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন। এই প্রেক্ষাপটে সোমবার সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী নিজের নথিপত্র নিরাপদে নিজের হেফাজতে রেখেছেন। এতে চুরির প্রশ্নই ওঠে না। ইডি অত্যন্ত নিম্নরুচির মিথ্যে অভিযোগ করছে।”

বিজেপিকে কড়া আক্রমণ কুণাল ঘোষের অভিযোগ, বিধানসভা ভোটের আগে তৃণমূলের নির্বাচনী রণকৌশল ও প্রচার সংক্রান্ত তথ্য হাতিয়ে নিতে চাইছে বিজেপি। আর সেই কাজেই ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিকে। তিনি প্রশ্ন তোলেন, “৪-৫ বছরের পুরনো মামলায় হঠাৎ ভোটের মুখেই কেন আইপ্যাক দফতরে হানা দিল ইডি? আসলে আমাদের তথ্য ভাণ্ডারে থাবা বসানোই ছিল বিজেপির উদ্দেশ্য। মুখ্যমন্ত্রী সচেতন ছিলেন বলেই সেই চেষ্টা সফল হয়নি।”

চুরির ব্যাখ্যায় ‘শাস্ত্র’ প্রসঙ্গ ইডি-র অভিযোগের পাল্টা টিপ্পনি কেটে কুণাল বলেন, “আগে শাস্ত্র পড়ুন! শাস্ত্রে বলা আছে, কারও জিনিস তাঁকে না বলে নিলে সেটাকে চুরি বলে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে নথিপত্র নিয়ে গিয়েছেন দলের তথ্যভাণ্ডার রক্ষা করতে। এটা চুরি নয়, সাহসিকতা।”

বিরোধী শিবিরকে চ্যালেঞ্জ ছুঁড়ে তৃণমূল মুখপাত্রের দাবি, ইডি-সিবিআই দিয়ে ভয় দেখিয়ে লাভ নেই। আসন্ন নির্বাচনে বিজেপির আসন আরও কমবে এবং তৃণমূল কংগ্রেস আরও বেশি শক্তি নিয়ে ক্ষমতায় ফিরবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy