‘চিহ্নিত দাগি’দের পরীক্ষায় বসাতে মরিয়া রাজ্য-কমিশন, মৌলিক অধিকারের দোহাই, হাইকোর্টে সওয়াল

নিয়োগ দুর্নীতিতে ‘চিহ্নিত অযোগ্য’ ঘোষিত ১৮০১ জন প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণে মরিয়া রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন (SSC)। কলকাতা হাইকোর্টে আজ সওয়াল পর্বে রাজ্য ও কমিশনের তরফে জোরালোভাবে দাবি করা হয়েছে যে, এই ‘দাগি’দের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না দিলে তাঁদের ‘অপূরণীয় ক্ষতি’ হবে এবং এটি তাঁদের ‘মৌলিক অধিকারে হস্তক্ষেপ’ করবে। এই মামলার পরবর্তী শুনানি আগামীকাল।

আজ বিচারপতি সৌমেন সেনের এজলাসে এই মামলার শুনানি চলাকালীন কমিশনের পক্ষ থেকে জানানো হয় যে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় এখনও পর্যন্ত ২ লক্ষ ৬০ হাজার আবেদন জমা পড়েছে, যার মধ্যে মাত্র ১৮৮ জন ‘চিহ্নিত দাগি’ প্রার্থী আবেদন করেছেন। এর প্রেক্ষিতেই রাজ্য সরকার সওয়াল করে যে, সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলেনি যে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যরা অংশগ্রহণ করতে পারবেন না।

তবে, বিচারপতি সৌমেন সেনের দুটি অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন আজকের শুনানিতে নতুন মাত্রা যোগ করেছে। প্রথমত, তিনি জানতে চেয়েছেন, যে প্রার্থীদের ‘অযোগ্য’ বলে চিহ্নিত করা হয়েছে, তাঁদের হয়ে সওয়াল করার মতো আইনি অধিকার স্কুল সার্ভিস কমিশনের আদৌ আছে কি না। আইনজীবীদের প্রশ্ন ছিল, যেখানে সুপ্রিম কোর্ট বারবার এই ‘চিহ্নিত অযোগ্য’দের চাকরি বাতিল এবং বেতন ফেরতের নির্দেশ দিয়েছে, সেখানে কমিশন কীভাবে তাঁদের সমর্থন করছে?

দ্বিতীয়ত, বিচারপতি প্রশ্ন তুলেছেন, এই চিহ্নিত অযোগ্যরা কোনো নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারলেন কি পারলেন না, তাতে স্কুল সার্ভিস কমিশন কীভাবে প্রভাবিত হবে? আইনজীবীরা ব্যাখ্যা করেন যে, কমিশনের কাজ কেবল পরীক্ষা নেওয়া এবং যোগ্য প্রার্থীদের নাম সুপারিশ করা। যেখানে সুপ্রিম কোর্ট দ্বারা প্রার্থীরা সুনির্দিষ্টভাবে ‘অযোগ্য’ চিহ্নিত, সেখানে কমিশন কেন তাদের হয়ে সওয়াল করবে, সেই প্রশ্ন উঠেছে।

লক্ষ্যণীয় বিষয় হলো, সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ – উভয় জায়গাতেই রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন ধারাবাহিকভাবে এই ‘চিহ্নিত অযোগ্য’ প্রার্থীদের পক্ষেই সওয়াল করে চলেছে। তাদের মূল যুক্তি, সুপ্রিম কোর্ট যেহেতু স্পষ্টভাবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেনি, তাই তাদের মৌলিক অধিকার খর্ব করা উচিত নয়।

আগামীকালের শুনানি এই বিতর্কিত নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy