ভারতের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডরকে সুরক্ষিত করতে এবার বড়সড় পদক্ষেপ নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীনের সীমান্তের মাঝে অবস্থিত মাত্র ২২ কিলোমিটার চওড়া এই সরু করিডরটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বের সাতটি রাজ্যকে যুক্ত রাখে। এই করিডরের নিরাপত্তা নিশ্চিত করতে এবার মিজোরামে চতুর্থ একটি সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনা চূড়ান্ত করছে সেনা।
সম্প্রতি বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর চীন ও পাকিস্তানের সঙ্গে তাদের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ভারতের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে ‘চিকেনস নেক’কে রিং-ফেন্সিং বা নিরাপত্তার ঘেরাটোপে বাঁধতে ইতিমধ্যে অসমের ধুবড়ি, বিহারের কিষাণগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়ায় তিনটি ঘাঁটি স্থাপন করা হয়েছে। এবার চতুর্থ রক্ষাকবচ হিসেবে মিজোরামের ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে নতুন ব্যাটালিয়ন মোতায়েন করার প্রক্রিয়া শুরু হয়েছে।
সম্প্রতি পূর্বাঞ্চলীয় কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি মিজোরামের কৌশলগত আউটপোস্টগুলি পরিদর্শন করেছেন। বিশেষ করে ভারত-মায়ানমার-বাংলাদেশ ত্রি-সীমান্তের কাছে অবস্থিত পারভা আউটপোস্টটি খতিয়ে দেখা হয়েছে। উদ্দেশ্য স্পষ্ট—যেকোনো রাষ্ট্রীয় বা অরাষ্ট্রীয় শক্তির হুমকি থেকে উত্তর-পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার যেকোনো চেষ্টাকে অঙ্কুরেই বিনষ্ট করা। এই নতুন ঘাঁটি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও নিশ্ছিদ্র ও বহুস্তরীয় করে তুলবে।